আগুন জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা বস্তিবাসীর
<![CDATA[
রংপুরে গত কয়েক দিন ধরে অব্যাহত রয়েছে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ। ঘন কুয়াশা আর হিমেল বাতাসে হাড় কাঁপানো শীত অনুভূত হচ্ছে। এতে জনজীবন হয়ে পড়েছে বিপর্যস্ত। শীত থেকে বাঁচতে আগুন জ্বালিয়ে সামান্য উষ্ণতা খোঁজার চেষ্টা করছেন বস্তিবাসী।
রোববার (১৫ জানুয়ারি) নগরীর রেলস্টেশন এলাকার বাবুপাড়া বস্তিতে গিয়ে দেখা যায় শীত থেকে রক্ষা পেতে বস্তিবাসীদের অনেকেই আগুন জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন।
বস্তির বাসিন্দা তোজাম্মেল মিয়া বলেন, ‘আমরা ছিন্নমূল মানুষ, গরম কাপড়ের অভাবে শীতে খুব কষ্ট ভোগ করছি। সন্ধ্যা থেকে লতাপাতা জ্বালিয়ে শীত নিবারণ করা ছাড়া আমার আর কোনো উপায় নেই।’
আরেক বাসিন্দা সখিনা বেওয়া জানান, সরকারি-বেসরকারি কোনো সংস্থা থেকেই এ বছর তাদের বস্তিতে গরম কাপড় বিতরণ করেনি। শীত নিবারণে গরম কাপড় বিতরণে বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
আরও পড়ুন: আবারও দুঃসংবাদ দিল আবহাওয়া অফিস
এদিকে জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে জেলায় মোট ৬১ হাজার কম্বল অসহায় ও দরিদ্র মানুষের মাঝে বিতরণ করা হয়েছে।
স্থানীয় আবহাওয়া অফিসের ইনচার্জ মোস্তাফিজুর রহমান বলেন, ‘রংপুরে গত কয়েক দিন ধরে মৃদু শৈত্যপ্রবাহ অব্যাহত রয়েছে। রংপুরে রোববার রংপুরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ১০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। গতকাল ছিল ১১ ডিগ্রি সেলসিয়াস।’
]]>




