আজ কোথায় কী
<![CDATA[
মাওলানা আবদুল হামিদ খান ভাসানী ছিলেন বিংশ শতাব্দীর ব্রিটিশ ভারতের অন্যতম তৃণমূল রাজনীতিবিদ ও গণআন্দোলনের নায়ক। যিনি জীবদ্দশায় ১৯৪৭-এ সৃষ্ট পাকিস্তান ও ১৯৭১-এ প্রতিষ্ঠিত বাংলাদেশের রাজনীতিতে বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তিনি বাংলাদেশের মানুষের কাছে ‘মজলুম জননেতা’ হিসেবে সমধিক পরিচিত। মাওলানা ভাসানী ১৯৭৬ সালের ১৭ নভেম্বর মৃত্যুবরণ করেন। তার মৃত্যু দিবস উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
এ ছাড়াও বুধবার (১৬ নভেম্বর) রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে রয়েছে নানা আয়োজন। চলুন আজ কোথায় কী আয়োজন রয়েছে তা এক নজরে দেখে নেয়া যাক-
আলোচনা সভা
জননেতা মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন মিলনায়তনে এক আলোচনা সভার আয়োজন করা হয়েছে। আলোচনা সভায় প্রধান অতিথি থাকবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ আরও অনেকে।
ডিএসসিসির মতবিনিময় সভা
রাজধানীর ধানমন্ডি ২/এ এবং ৮/এ (ইবনে সিনা মেডিকেল ইমেজিং সেন্টার সংলগ্ন) রোডে আন্ডারগ্রাউন্ড বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা সরেজমিন পরিদর্শন শেষে গণমাধ্যমের সঙ্গে মতবিনিময় করবেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। বুধবার দুপুর সাড়ে ১২টায় এ মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে।
সংবাদ সম্মেলন
বাংলাদেশ মহিলা পরিষদ ‘বাংলাদেশে নারী ও কন্যা নির্যাতন চিত্র ২০২১: ধর্ষণ, গণধর্ষণ, ধর্ষণের চেষ্টা, যৌন হয়রানি ও যৌতুক’ শীর্ষক সমীক্ষার তথ্য-উপাত্তসমূহ উপস্থাপনের লক্ষ্যে এক সংবাদ সম্মেলনের আয়োজন করেছে। বুধবার সকাল ১১টায় বাংলাদেশ মহিলা পরিষদের সুফিয়া কামাল ভবন মিলনায়তনে (১০,বি/১,সেগুনবাগিচা,ঢাকা) এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
মেড ইন বাংলাদেশ উইক
বিশ্বে দেশীয় পণ্য ব্র্যান্ডিংয়ের লক্ষ্যে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতি (বিজিএমইএ) আয়োজন করেছে ‘মেড ইন বাংলাদেশ উইক’। বুধবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ উক্ত অনুষ্ঠানে যোগ দেবেন। রাজধানীর বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে এ দিন সন্ধ্যা ৭টায় তিনি অংশ নেবেন।
এছাড়া ‘বাংলাদেশে পুষ্টির উন্নতির লক্ষ্যে খাদ্য নিরাপত্তা জোরদার করার জন্য সংসদ সদস্যদের (এমপি) সম্পৃক্তকরণ’ শীর্ষক আলোচনার আয়োজন করা হয়েছে। বুধবার সকাল ১১টায় রাজধানীর নাখালপাড়া এমপি হোস্টেলে এ আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
]]>