আট দিনের নিষেধাজ্ঞায় মৌলভীবাজারের বাইক্কা বিল
<![CDATA[
সৌন্দর্যবর্ধন, সংস্কার ও উন্নয়ন কাজের জন্য মৌলভীবাজারের হাইল হাওড় বাইক্কা বিলে পর্যটক চলাচলে আট দিনের নিষেধাজ্ঞা দিয়েছে শ্রীমঙ্গল উপজেলা প্রশাসন।
মঙ্গলবার (২৭ ডিসেম্বর) থেকে ২০২৩ সালের ৩ জানুয়ারি পর্যন্ত কার্যকর থাকবে এ নিষেধাজ্ঞা।
মৌলভীবাজারে দেশের অন্যতম মাছ ও পাখির অভয়াশ্রমখ্যাত হাইল হাওড়ের বাইক্কা বিল। এই বাইক্কা বিলের বিভিন্ন পর্যায়ের সৌন্দর্যবর্ধন, সংস্কার কাজ ও উন্নয়নের লক্ষ্যে শ্রীমঙ্গল উপজেলা প্রশাসন পর্যটকসহ সব ধরনের লোকজন চলাচলে নিষেধাজ্ঞা জারি করেছেন।
আরও পড়ুন: বছর শেষে সমুদ্র সৈকতে পর্যটকের হৈ-হুল্লোড়
এতে সোমবার থেকে নতুন বছরের ৩ জানুয়ারি পর্যন্ত বাইক্কা বিল বন্ধ থাকবে। এ সময়ের মধ্যে নানা পর্যায়ের উন্নয়ন কাজ এগিয়ে চলছে। উপজেলা প্রশাসন বলছে, উন্নয়ন কাজ চলাকালীন যাতে কোনো পর্যটক বাইক্কা বিলে না ঢোকার অনুরোধ করেছেন।
উল্লেখ্য, প্রতি শীত মৌসুমে বাইক্কা বিলকে ঘিরে ৩৫ থেকে ৪০ প্রজাতির হাজারো পরিযায়ী পাখির উপস্থিতিতে মুখরিত হয়ে ওঠে। এবারও শীত আসতেই বিভিন্ন অঞ্চল থেকে পরিযায়ী পাখির আনাগোনা বাড়তে শুরু করেছে। আর এসব পরিযায়ী পাখি দেখতে ভিড় জমান পর্যটকরা।
]]>




