আদালতের কাঠগড়া থেকে পালিয়েও শেষ রক্ষা হলো না বাবুলের
<![CDATA[
মৌলভীবাজারে আদালতে বিচারকাজ চলার সময় কাঠগড়া থেকে পলাতক আসামি বাবুল আহমেদকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (৩০ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে তথ্যপ্রযুক্তির সহায়তায় হবিগঞ্জ জেলার নবীগঞ্জ থানার পূর্ব তিমিরপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করে মৌলভীবাজার সদর থানা পুলিশ।
আরও পড়ুন: বরিশালে আসামির পলায়ন, ২ পুলিশ বরখাস্ত
বাবুল আহমেদ মৌলভীবাজার জেলার সদর উপজেলার বালিয়ারবাগ গ্রামের মৃত আবদুল মোতালিবের ছেলে।
মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াসিনুল হক জানান, গত ২৭ সেপ্টেম্বর মৌলভীবাজার দায়রা জজ আদালতের বিচারক বাবুল আহমেদকে একটি মামলার রায়ে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও আট লাখ টাকা অর্থদণ্ড দেন।
আরও পড়ুন: টয়লেটে গিয়ে দুই আসামির পলায়ন: পুলিশ পরিদর্শক বরখাস্ত
‘রায় ঘোষণার সময় বাবুল আহমেদ অতিকৌশলে আদালতের কাঠগড়া থেকে পালিয়ে যায়। পরে আসামিকে গ্রেফতারের জন্য মাঠে নামে মৌলভীবাজার মডেল থানা পুলিশ।’
বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করে তথ্যপ্রযুক্তির সহায়তায় তাকে হবিগঞ্জ থেকে ৩০ সেপ্টেম্বর রাতে গ্রেফতার করা হয়। পরে আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে বলেও জানান তিনি।
]]>




