আদালতের নথি চুরির দায়ে ফেনীতে এক ব্যক্তির ৫ বছরের জেল
আদালতের নথিপত্র চুরির দায়ে ফেনীতে নুরুল হক ওরফে জামাল উদ্দিন নামের এক ব্যক্তিকে ৫ বছরের কারাদন্ডাদেশ দিয়েছেন আদালত। বুধবার ফেনীর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট মো. জাকির হোসেনের আদালতে এ রায় ঘোষণা করা হয়।
মামলার বাদী ফেনী জজ আদালতের নাজির মো. শামছুল কিবরিয়া জানান, ২০১৯ সালের ৪ এপ্রিল সকালে ফেনী জেলা জজ আদালতের ৩০৮নং কক্ষের এজলাস থেকে সি.আর-২৪৬/১২ ও ফৌজদারী আপীল মামলা নং-৯৮/১৫ এর নথি চুরি করে নিয়ে যায় নুরুল হক। বিষয়টি জানাজানি হলে কর্মকর্তাদের নির্দেশে আমি বাদী হয়ে ফেনী মডেল থানায় মামলা দায়ের করি। ১১ এপ্রিল এসআই মো. দুলাল মিয়া আসামীর বসত ঘর থেকে চুরি হওয়া নথিপত্র উদ্ধার করে আদালতে অভিযোগপত্র দায়ের করেন। পরে আদালত এই মামলায় আসামীর ভাই ও তার গ্রামের মেম্বারসহ মোট ৯ জনের সাক্ষ্য গ্রহন শেষে রায় ঘোষণা করেন।
রাস্ট্র পক্ষের আইনজীবী এডভোকেট সৈয়দ আবুল হোসেন জানান, ঘটনাটি সন্দেহাতীত প্রমাণিত হওয়ায় আদালত নুরুল হককে পেনাল কোডের ২টি পৃথক ধারায় ২ বছর ও ৩ বছর মোট ৫ বছরের সশ্রম কারাদন্ড প্রদান করে। একই সাথে আসামীর ১৫ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে আরো ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড ঘোষণা করেন।
আসামী নুরুল হক কুমিল্লার নাঙ্গলকোট থানার রায়কোট গ্রামের মৃত আতাউর রহমানের ছেলে। রায় ঘোষণাকালে আসামী পলাতক ছিলেন।
মামলার বাদী শামছুর কিবরিয়া জানান, আদালত থেকে চুরি হওয়া ওই নথিতে আসামী নুরুল হক ও তার স্ত্রীর দন্ড ঘোষিত ছিলো। পরে ওই মামলায় আপিল করেও তাদের দন্ড কমানো যায়নি।