বিনোদন

আফগানিস্তানে ভয়াবহ তুষারপাত, ২০ জনের মৃত্যু

<![CDATA[

তীব্র শীতে আফগানিস্তানের বিভিন্ন অঞ্চলের জনজীবন স্থবির হয়ে পড়েছে। বুধবার (১৮ জানুয়ারি) আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা জানায়, ভয়াবহ তুষারপাতে ঠান্ডার কারণে এ পর্যন্ত মারা গেছেন অন্তত ২০ জন। খাদ্য সংকটে মানবেতর জীবনযাপনের মধ্যই বৈরী আবহাওয়ায় সবচেয়ে বিপাকে পড়েছেন নিম্নআয়ের মানুষ।

তুষারপাতে আফিগানিস্তানের বিভিন্ন রাস্তায় কয়েক ইঞ্চি পর্যন্ত বরফের স্তর জমা পড়েছে। দুর্ঘটনা এড়াতে বন্ধ করে দেয়া হয়েছে বিভিন্ন রাস্তা। ঠান্ডার কারণে এরই মধ্যে দেশটির ১৫টি প্রদেশে শিশুসহ অন্তত ২০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। অসুস্থ হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছে আরও অর্ধশতাধিক। বাদঘিস প্রদেশে ঠান্ডায় মারা গেছে ৪ হাজারের বেশি গবাদিপশু।

 

এরই মধ্যে সবচেয়ে বেশি বিপাকে রাজধানী কাবুলের নিম্ন আয়ের মানুষ। তাপমাত্রা নেমে গেছে সর্বনিম্ন মাইনাস ২১ ডিগ্রি সেলসিয়াসে। এ ছাড়া বেশির ভাগ অঞ্চলের তাপমাত্রাই মাইনাস ১০ডিগ্রি সেলসিয়াসের নিচে বলে জানিয়েছে দেশটির আবহাওয়া বিভাগ।

 

আরও পড়ুন: আফগানিস্তানে কয়েকটি আন্তর্জাতিক দাতব্য সংস্থার কার্যক্রম শুরু

 

আফগানিস্তানের ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্টের এক বিবৃতিতে বলা হয়েছে, তিক্ত ঠান্ডা আবহাওয়ার দ্বারা প্রভাবিত প্রদেশগুলোর মধ্যে রয়েছে জাবুল, গজনি, হেরাত, পাঞ্জশের, লাঘমান, কুনার, নুরিস্তান, পাকতিয়া, ঘোর, কান্দাহার, বাঘলান, নানগারহার, কাপিসা, পারওয়ান এবং বামিয়ান।

 

তীব্র তুষারের সঙ্গে বৃষ্টিপাত অব্যাহত থাকায় বেশ কয়েকটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এমনিতেই খাদ্য সংকটের কারণে মানবিক বিপর্যয়ের মুখে আফগানরা। তার ওপর তীব্র ঠান্ডায় পরিস্থিতি আরও জটিল করে তুলেছে। এমন এক সময় আফগানিস্তানে তীব্র শীত দেখা দিলো যখন, দেশটির জনগণ তালেবান শাসনের অধীনে দারিদ্র্য, বেকারত্ব এবং নারী অধিকারের নিপীড়নের বিরুদ্ধে লড়াই করছে।

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also
Close
Back to top button
error: Content is protected !!