আবারও ইফতিখার-ঝড়, ঢাকা পেল বড় লক্ষ্য
<![CDATA[
ঠিক এক দিন আগে রংপুর রাইডার্সের বিপক্ষে ঝড় তুলে সেঞ্চুরি করেছিলেন ফরচুন বরিশালের ইফতিখার আহমেদ। ইফতিখারের সেই ঝড় অব্যাহত থাকল শুক্রবারও (২০ জানুয়ারি)। যদিও এদিন সেঞ্চুরি পাননি তিনি। তার ৫৬ রানে ভর করে ৫ উইকেট হারিয়ে ১৭৩ রান তুলেছে বরিশাল, জয়ের জন্য ১৭৪ রানের লক্ষ্য পেল ঢাকা ডমিনেটর্স।
টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি বরিশালের। দ্বিতীয় ওভারেই তারা হারায় সাইফ হাসানের উইকেট। সালমান ইরশাদের বলে তাসকিনের হাতে ধরা পড়া সাইফ ৬ বলে ১০ রান করেন। ঢাকার অধিনায়ক নাসির পরের ওভারে বল তুলে দেন আরাফাত সানির হাতে। তার ওভারের পঞ্চম বলটি এনামুল হক খেলেন কভার অঞ্চলে। ঝড়ের বেগে যেতে থাকা সেই বল এক হাতে লুফে নেন তাসকিন।
আরও পড়ুন: চট্টগ্রামকে হারিয়ে প্রতিশোধ নিলো খুলনা
চতুরাঙ্গা ডি সিলভা ও মেহেদী হাসান মিরাজ দুজনকেই শিকার করেন নাসির হোসেন। এর মধ্যে ডি সিলভা এলবিডব্লিউ ও মিরাজ বোল্ড হন। বরিশাল ৪ উইকেট হারানোর পর শুরু হয় সাকিব-ঝড়। জুবাইর লিখন ও মুক্তার আলিকে বেধম পেটানোর পর সাকিব আউট হন ১৭ বলে ৩০ রান করে।
এরপর ইফতিখার আহমেদ ও মাহমুদউল্লার ব্যাটে এগোতে থাকে বরিশালের ইনিংস। দুজনে মিলে মুহাম্মদ ইমরানের দ্বিতীয় ওভারে সর্বোচ্চ ১৪ রান তোলেন। ইফতিখার হাফ সেঞ্চুরি পূর্ণ করেন ৩১ বলে। শেষ পর্যন্ত ৩৪ বলের ইনিংসে ৫টি চার ও ২টি ছয় হাঁকান তিনি।
]]>




