আবারও একত্র হচ্ছেন বলিউডের তিন হার্টথ্রব নায়িকা
<![CDATA[
বেশকিছু সময় পার হয়েছে ‘জি লে জারা’ সিনেমা ঘোষণার। যদিও ফারহান আখতারের এই সিনেমার এত দিনে কোনো কাজ এগোয়নি। শোনা যাচ্ছিল, প্রকল্পটিই বন্ধ হয়ে যেতে পারে। তবে নতুন পাওয়া খবরে জানা গেছে, খুব দ্রুত আবার শুটিং শুরু হবে।
‘জিন্দেগি না মিলেগি দোবারা’র পর ১১ বছর কেটে গেছে। আবার আসছে তিন নায়িকার উচ্ছল জীবনের গল্প। আলিয়া ভাট, ক্যাটরিনা কাইফ এবং প্রিয়াঙ্কা চোপড়াকে এই প্রথম এক ফ্রেমে দেখা যাবে ‘জি লে জারা’য়।
এত দিন কেন থমকে রয়েছে কাজ? তার কারণও প্রকাশ্যে এসেছে। ‘আর্চিজ’-এর শুটিং শেষ করে জোয়া তার দলবল নিয়ে বড়দিনের ছুটিতে রয়েছেন। তবে পরবর্তী কাজ হতে চলেছে ‘জি লে জারা’-ই।
আরও পড়ুনঃ হলিউড সিরিজের ভারতীয় সংস্করণে বরুণ ধাওয়ান
নতুন বছরের শুরুর দিকেই সিনেমার সেটে হাজির হবেন সবাই। তবে আপাতত বড় দায়িত্ব— তিন নায়িকার দিনক্ষণ মিলিয়ে কলটাইম রাখা এবং শুটিংয়ের দিন ঠিক করা।
সূত্র: পিঙ্কভিলা
]]>