আবারও টালিউডের ছবিতে বাংলাদেশি রোশান!
<![CDATA[
সব জল্পনার অবসান ঘটেছে এবার। কলকাতার নতুন ছবি ‘মীর জাফর’ চ্যাপ্টার টু’-তে এবার বাংলাদেশি অভিনয়শিল্পী জিয়াউল রোশানের অভিনয় করার বিষয়টি চূড়ান্ত হয়েছে। নতুন এ সিনেমায় দেখা যাবে ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জিকেও।
স্বাধীন বাংলার শেষ নবাব সিরাজউদ্দৌলা পরাজয়ের গ্লানি মাথায় নিয়ে নিহত হয়েছিলেন। তার মৃত্যুর মাধ্যমেই বাংলার স্বাধীনতার সূর্য ডুবে যায়। স্বাধীনতার সূর্য ডুবে যাওয়ার একমাত্র কারণ হিসেবে ধরা হয় মীর জাফরের বিশ্বাসঘাতকতাকে। আর সেই ঘটনাকে উপজীব্য করেই নির্মিত হচ্ছে নতুন এ সিনেমাটি।
অর্কদ্বীপ মল্লিকা নাথের লেখা ও পরিচালনায় সিনেমাটি প্রযোজনা করবে রানা সরকার। টালিউডের এই আয়োজনে চমক হিসেবে থাকছেন বাংলাদেশের জিয়াউল রোশান। তাকে সিনেমার নামভূমিকায় অভিনয় করতে দেখা যাবে।
আরও পড়ুন: জীবনে নতুন মোড় সোনামণির!
নতুন এ সিনেমাটি নিয়ে প্রযোজক রানা সরকার নেটদুনিয়ায় ছবিটির একটি পোস্টার শেয়ার করেছেন। পোস্টারে লেখা আছে, ‘আমাদের গল্প শুনে খোকা ঘুমায় না, খোকার পিলে চমকে যায়।’
জানুয়ারির শুরুতে সিনেমাটির দৃশ্যধারণের কাজ শুরু হবে। ছবিতে আরও দেখা যাবে প্রিয়াঙ্কা সরকার, ফেরদৌস আহমেদ ও সৌরভ দাসকে।
উল্লেখ্য, বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনার ‘রক্ত’ ছবির মাধ্যমে রোশানের ক্যারিয়ার শুরু। এরপর দেশীয় চলচ্চিত্রে অভিনয়ের পাশাপাশি তাকে দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চারস প্রযোজিত ‘ককপিট’ সিনেমায় দেখা গেছে। ছয় বছরের ক্যারিয়ারে আবারও তাকে দেখা যাবে ওপার বাংলার সিনেমায়।
]]>




