আমাদের সিনেমার সঙ্গে ‘কেজিএফ’, ‘পুষ্পা’র তুলনা করবেন না: শুভ
<![CDATA[
একটা সিনেমা সফল হলে অনেক সিনেমা তৈরির সম্ভাবনা হয় বলে মনে করেন চিত্রনায়ক আরিফিন শুভ। রোববার (১ ডিসেম্বর) রাতে ‘ব্ল্যাক ওয়ার’ সিনেমার ট্রেলার প্রকাশ অনুষ্ঠানে এ কথা বলেছেন তিনি।
‘মিশন এক্সট্রিম’ সিনেমার সিকুয়্যাল ‘ব্ল্যাক ওয়ার’। এটি পরিচালনা করেছেন সানী সানোয়ার ও ফয়সাল আহমেদ। জমকালো আয়োজনে প্রকাশ হয়েছে সিনেমার ট্রেলার।
ট্রেলার প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চিত্রনায়ক আরিফিন শুভ। এ সময় তিনি বলেন, ‘একটা সময় আমাদের অনেক নায়ক, নায়িকা, পার্শ্ব চরিত্রের অভিনেতা-অভিনেত্রী ছিলেন। আমরা এখন এমন একটা সময়ে চলে আসছি, আমি ভালো এর মানে অন্য কেউ ভালো হতে পারবে না। আমরা এখন কাঁদা ছোড়াছুড়ি না করি। সবাই মিলে চেষ্টা করি। তাহলে ইন্ডাস্ট্রিতে ভালো কিছু হবে।’
শুভ আরও বলেন, ‘আমাদের সিনেমার সঙ্গে ‘কেজিএফ’, ‘পুষ্পা’র সঙ্গে তুলনা করবেন না। কারণ ওদের বাজেট, টেকনিক্যাল সাপোর্ট আছে, আমাদের তা নেই। তামিলে যে অ্যাকশন দেখেন সেটার জন্য চারতলার সমান ক্রেন থাকে। আর আমরা ক্যামেরার ক্রেন দিয়ে অ্যাকশন করি।’
আরও পড়ুন: ‘অপারেশন জ্যাকপট’ সিনেমা নিয়ে গিয়াস উদ্দিন সেলিমের প্রশ্ন
নিজেরা কাঁদা ছোড়াছুড়ি না করার অনুরোধ করে শুভ বলেন, ‘আমার অনেক ছোট হয়ে আসছি। আমরা নিজেরা নিজেরা কাঁদা ছোড়াছুড়ি করলে হবে না। আমাদের শাকিব, সিয়াম, রাজ, শুভ সবাইকে লাগবে। ব্যক্তিগত স্বার্থে বাজার কাটতি করার জন্য এমন কিছু না বলি যেটাতে ইণ্ডাস্ট্রি ক্ষতি হয়।’
১৩ ডিসেম্বর সারাদেশে মুক্তি পাচ্ছে ‘ব্ল্যাক ওয়ার’। সিনেমাটিতে আরিফিন শুভ ছাড়া আরও অভিনয় করেছেন জান্নাতুল ঐশী, তাসকিন রহমান, সাদিয়া নাবিলা, সুমিত সেনগুপ্ত, মিশা সওদাগর, ফজলুর রহমান বাবু, মনোজ প্রামাণিক, শতাব্দী ওয়াদুদ, শহীদুজ্জামান সেলিম, হাসান ইমাম, লায়লা ইমাম, ইরেশ যাকের, মাজনুন মিজান, সুদীপ বিশ্বাস প্রমুখ।
]]>




