আমিও এনজয় করতে পছন্দ করি: মেহজাবীন চৌধুরী
<![CDATA[
ছোট পর্দার জনপ্রিয় মুখ মেহজাবীন চৌধুরী নাটকে অভিনয় করে বেশ প্রশংসিত হয়েছেন। তবে বড় পর্দায় এ অভিনেত্রীকে এখনও দেখা যায়নি। দর্শকের চাহিদা থেকেই বড় পর্দায় অভিনয়ে তারও আগ্রহ রয়েছে বলে জানা যায়।
এ প্রসঙ্গে মেহজাবীন বলেন, ‘অভিনয় এখন আমার জীবনের একটা অংশ। ছোট কিংবা বড় পর্দা যা-ই হোক না কেন, আমি অভিনয়ের মাধ্যমে দর্শকের কাছাকাছি থাকতে পছন্দ করি। আমি যেহেতু অভিনয় করি, তাই সিনেমায়ও আমার অভিনয়ের ইচ্ছা আছে। তবে কবে নাগাদ সিনেমায় অভিনয় করব তা এখন বলতে পারছি না।’
তিনি আরও বলেন, ‘থ্রিলার সিনেমা দেখি, আমি এটা খুব এনজয় করি। থ্রিলার সিনেমা দেখতে আমিও পছন্দ করি।’
আরও পড়ুন: ‘মেয়েবেলা’ নিয়ে বিরতি ভাঙছেন দেবপর্ণা
অভিনেত্রী বলেন, ‘আমি সবসময় থ্রিলার সিনেমা দেখি। এগুলো বেশি এনজয় করি। নিশ্চয়ই এ ধরনের কাজের একটা অংশ হতে আমারও খুব ভালো লাগবে। সিনেমায় আমার এ ধরনের গল্পে কাজ করতে আগ্রহ আছে।’
আরও পড়ুন: অভিনেত্রী থেকে ব্যবসায়ী নাজিরা মৌ
সম্প্রতি মেহজাবীন ‘কাজলের দিনরাত্রী’ নামে একটি নাটকে অভিনয় করেন। নাটকটি প্রচারে আসার পর দর্শকমহলে বেশ প্রশংসিত হয়েছেন তিনি। এ ছাড়াও জানুয়ারির শুরুতে শুটিংয়ে অংশ না নিলেও দেশের বিভিন্ন স্থানে ছুটে বেড়াচ্ছেন অভিনেত্রী।
]]>



