আমি ওর দ্বিতীয় মা: রাশমিকা
<![CDATA[
রূপ, অভিনয়ে কাবু করে রেখেছেন লাখো দর্শককে। দক্ষিণের অন্যতম সফল ও ব্যস্ত নায়িকা রাশমিকা। গত বছরের শেষে ‘পুষ্পা-দ্য রাইজ’ মুক্তির পর তার দর্শকপ্রিয়তা এখন আকাশছোঁয়া। দক্ষিণের সীমানা পেরিয়ে বলিউডের সিনেমায় নাম লেখিয়েছেন এই অভিনেত্রী
বর্তমানে তার হাতে রয়েছে একগুচ্ছ কাজ। কাজের জন্য ছুটে বেড়াতে হচ্ছে দেশের নানা প্রান্তে। ব্যস্ততার জন্য সময় দিতে পারছেন না তার পরিবারকে। রাশমিকা কখনো তার ছোট বোনকে রেখে দূরে থাকননি। এখন তাকে না দেখেই কাটিয়ে দিতে হয় মাসের পর মাস। আট বছরের বোন শিমনকে নিয়ে তিনি বললেন, ‘আমার একটা ছোট বোন আছে। ও কীভাবে একটু একটু করে বেড়ে উঠছে, সেটা আমি দেখতে পাব না। কিন্তু এও জানি যে দর্শক আমাকে ভালোবাসে। তাদের প্রতি আমার একটা দায়িত্ব আছে। তাই আমি এবং আমার পরিবার এই পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিয়েছি।’
আরও পড়ুন: বর্ষীয়ান অভিনেতা অরুণ বালি আর নেই
ছোট বোনের জন্মের পর থেকে তাকে রেখে কখনো বেশিদিন দূরে থাকা হয়নি নায়িকার। খাওয়ানো, গোসল করানো, ডায়াপার পাল্টানোসহ সব করেছেন রাশমিকা। রাশমিকা একপর্যায়ে বলেছেন, আমিই ওর দ্বিতীয় মা ছিলাম। এখন ওর থেকে দূরে চলে এসেছি। ওর বেড়ে ওঠার সময়ে পাশে থাকতে পারছি না। একটু খারাপ লাগা তো থাকবেই। খবর হিন্দুস্তান টাইমসের।
শুক্রবার (৭ অক্টোবর) মুক্তি পেয়েছে তার প্রথম বলিউড সিনেমা ‘গুড বাই’। এই সিনেমায় সহকর্মী হিসেবে পেয়েছেন অমিতাভ বচ্চন, নীনা গুপ্তর মতো শিল্পীদের।
]]>