আমি ট্রলিংয়ে কান দিই না: দীঘি
<![CDATA[
বারবারই সমালোচনার মুখে পড়তে হয় অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘিকে। টিকটক করা, সোশ্যাল মিডিয়ায় রিল ভিডিও পোস্ট নিয়েও প্রায়ই ট্রলের শিকার হতে হয় দীঘিকে।
এদিকে আবার বেশ কিছুদিন আগে সামাজিক যোগাযোগমাধ্যমে দীঘি একটি পোস্ট শেয়ার করে মিডিয়ায় সিন্ডিকেট ও তাকে বারবার কাস্ট করেও সিনেমা থেকে বাদ দেয়ার বিষয়ে ক্ষোভ ঝাড়েন।
সেটা নিয়েও বিস্ফোরক মন্তব্য করেছিলেন নির্মাতা রায়হান রাফি। বিতর্কও বাধে দুজনের মধ্যে। দীঘিকে টিকটক বাদ দিতেও পরামর্শ দেন রাফি।
সামাজিক যোগাযোগমাধ্যমে দীঘিকে নিয়ে এত সমালোচনা ও বিতর্ক হলেও এসবে মোটেও কান দেন না অভিনেত্রী। এসব অনেকটা এড়িয়ে চলতেই পছন্দ করেন তিনি। এমনটাই জানান সময় সংবাদকে। সোশ্যাল মিডিয়ায় ট্রলিংকে মানসিকভাবে কীভাবে হ্যান্ডেল করেন দীঘি–এমনটাই প্রশ্ন ছিল তার কাছে।
আরও পড়ুন: ফ্যাব ফেস্টে এসে মোবাইল, ব্যাগ, টাকা হারালেন মম
উত্তরে দীঘি বলেন, ‘আমি ট্রলিংয়ে কান দিই না। আমার লাইফ আমি লিড করি। আমার সবকিছু করার অধিকার আছে। মানুষের যেমন দুইটা কথা বলার অধিকার আছে, আমারও তেমন সবকিছু করার অধিকার আছে।’
বেশ কিছুদিন আগে একটি হলুদ সন্ধ্যার মিউজিক ভিডিওর কাজ করেছেন অভিনেতা ইমন ও দীঘি। মিউজিক ভিডিওটি পরিচালনা করেন সোহেল রাজ।
আরও পড়ুন: গুঞ্জন সত্যি, সৃজিতের সিনেমায় ‘মৃণাল’ চরিত্রে চঞ্চল
গানটি গেয়েছেন সায়রা রেজা। সংগীত পরিচালনা করেন ডিজে রাহাত। মিউজিক ভিডিওটিতে হলুদের পুরাতন কিছু গানসহ আটটি অঞ্চলের গানের ম্যাশআপ করেছেন সংগীতশিল্পী সায়রা রেজা।
]]>




