আমি সেমি প্রেগনেন্ট: উরফি জাভেদ
<![CDATA[
ভারতীয় টেলিভিশন অভিনেত্রী উরফি জাভেদ। শর্ট আর ক্রিয়েটিভ ড্রেস পরে নেটদুনিয়ায় প্রায়ই ঝড় তোলেন। এবার ঝড় তুলেছেন মা হওয়ার বোমা ফাটিয়ে।
নেট মাধ্যমে শর্ট ড্রেসেই দেখতে পাওয়া যায় উরফিকে। তাই শারীরিক যেকোনো পরিবর্তন সহজেই নজরে আসে উরফি ভক্তদের।
নেট মাধ্যমে উরফির মাতৃত্ব নিয়ে জল্পনা কল্পনার শুরু হয় একটি সাদা বিকিনি ছবির পোস্ট নিয়ে। ছবিতে দেখা যায়, সাদা বিকিনিতে উরফি, চারপাশে মোটা সুতো আর তার দিয়ে নিজেকে ঘিরেছেন অভিনেত্রী।
এ ছবি দেখেই নেটদুনিয়ায় শোরগোল পড়ে গেছে। কারণ ছবিতে উরফির বেবি বাম্প নজরে আসে সবার। এরপরই নেটিজেনরা কমেন্টস করতে শুরু করে। কেউ লিখেছেন, ‘এ কী দেখলাম! উরফি প্রেগন্যান্ট নাকি?’
আরও পড়ুন: বিচ্ছেদের ঘোষণা শমিতা শেঠির!
আবার কেউ লিখেছেন, ‘নির্ঘাত মা হতে চলেছে উরফি’। সিঙ্গেল লাইফে বিয়ে ছাড়াই কীভাবে মা হতে চলেছেন, সে উত্তর অবশেষে খোলাসা করেছেন উরফি নিজেই।
নিজের ইনস্টাগ্রামে তিনি লিখেছেন, হ্যাঁ, আমি মা হতে চলেছি। তবে কীভাবে জানেন? এরপরই উরফি লিখেছেন, ‘আজকাল সমান পেট মিথ হয়ে গিয়েছে। ফলে একটু চর্বি থাকলে খুব বেশি ভাবনাচিন্তা করার দরকার নেই। তবে মেদ আর চর্বিতে পেট একটু ফুলে যাওয়ায় আমাকে দেখতে সেমি প্রেগন্যান্ট লাগছে।
এমন মন্তব্য করে দ্রুত গতিতে ভাইরাল হয়েছেন উরফি। নেটিজেনদের মন্তব্য, সমালোচনা যতই থাকুক সংবাদ শিরোনামে কী করে থাকতে হয় তা ভালোভাবেই জানেন উরফি জাভেদ।
]]>