খেলা

আম চুরির অপবাদে কৃষককে পিটিয়ে হত্যা

<![CDATA[

চাঁপাইনবাবগঞ্জে আম চুরির অপবাদে এক কৃষককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১৬ নভেম্বর) সকালে নাচোল উপজেলার খানদুরা এলাকার একটি আমবাগানে এ ঘটনা ঘটে।

শুকুর উদ্দিন গোমস্তাপুর উপজেলার গৌরিপুর এলাকার বাসিন্দা। তিনি পেশায় কৃষক ছিলেন।

নিহতের স্ত্রী সোলেনুর বেগম বলেন, মঙ্গলবার (১৫ নভেম্বর) বিকেলে কাজের সন্ধানে বাড়ি থেকে বের হন স্বামী (শুকুর উদ্দিন)। এরপর রাতে আর ফিরে আসেনি তিনি।

পরিবারে দাবি, নাচোল উপজেলার খানদুরা এলাকার একটি আম বাগানে আম চুরির মিথ্যা অপবাদ দিয়ে রাতভর নির্যাতনের কারণে ঘটনাস্থলে মৃত্যু হয় শুকুর উদ্দিনের। খবর পেয়ে বুধবার সকালে শুকুর উদ্দিনের লাশ শফিকুল ইসলামের খানদুরা এলাকার আমবাগান থেকে উদ্ধার করে পুলিশ।

আরও পড়ুন: নারায়ণগঞ্জে যৌতুকের দাবিতে গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ

নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিন্টু রহমান বলেন, ঘটনাস্থল থেকে আলামত জব্দ করা হয়েছে। কৃষক শুকুর উদ্দিন হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত দুজনকে গ্রেফতার করা হয়েছে।

গোমস্তাপুর উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মো. আবুল কালাম আজাদ বলেন, শফিকুল ইসলামের নির্দেশনায় তার বাগানের কর্মচারীরা কৃষক শুকুর উদ্দিনকে মিথ্যা অপবাদ দিয়ে নির্যাতনে হত্যা করেছে। এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন তিনি।

 

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!