আরও দুই ফিলিস্তিনিকে হত্যা ইসরাইলি বাহিনীর
<![CDATA[
দখলদার ইসরাইলি বাহিনীর হাতে হত্যার শিকার হয়েছেন আরও দুই ফিলিস্তিনি। অধিকৃত পশ্চিম তীর ও অধিকৃত পূর্ব জেরুজালেমে আলাদা দুই ঘটনায় তাদের হত্যা করা হয়। ইসরাইলে পার্লামেন্ট নির্বাচনের ডামাডোলের মধ্যে বৃহস্পতিবার (৩ নভেম্বর) এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, পশ্চিমতীরে ইসরাইলি বাহিনীর গুলিতে এক ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহত ওই ব্যক্তির নাম দাউদ মোহাম্মদ। তার বয়স ৪২ বছর।
দাউদ মোহাম্মদের হত্যার বিষয়টি নিশ্চিত করে ইসরাইলি পুলিশ জানিয়েছে, আধা সামরিক সীমান্তরক্ষীরা দাউদ মোহাম্মদের বাড়িতে অভিযান চালিয়েছিল। পুলিশের দাবি, বুধবার (২ নভেম্বর) এক ইসরাইলি সেনার গাড়িতে ধাক্কা দেন দাউদ।
দ্বিতীয় ঘটনাটি ঘটেছে অধিকৃত পূর্ব জেরুজালেমের ওল্ড সিটি এলাকায়। ইসরাইলি পুলিশের বক্তব্য, এক পুলিশ কর্মকর্তাকে ছুরিকাঘাত করেন এক ফিলিস্তিনি। সঙ্গে সঙ্গে ব্রাশফায়ার করে তাকে হত্যা করেন অন্য কর্মকর্তারা।
এ ঘটনা এমন সময় ঘটল যখন সবশেষ পার্লামেন্ট নির্বাচনের মধ্য দিয়ে আরেকবার ক্ষমতায় আসতে যাচ্ছেন সাবেক প্রধানমন্ত্রী কট্টর ডানপন্থি নেতা বেঞ্জামিন নেতানিয়াহু।
আরও পড়ুন: ইসরাইলের পরমাণু অস্ত্র ধ্বংসের পক্ষে বেশিরভাগ দেশ
নানা অজুহাতে প্রতিদিনই কোনো না কোনো ফিলিস্তিনিকে হত্যা করছে ইসরাইলি বাহিনী। গত মাসের শেষের দিকে (২২ অক্টোবর) অধিকৃত পশ্চিমতীর এবং জেরুজালেমে ২ ফিলিস্তিনি যুবককে গুলি করে হত্যা করা হয়েছে।
ওই দুই হত্যাকাণ্ড বিষয়ে ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, ৩২ বছর বয়সী রাবি আরাফাহ রাবি নামে এক যুবককে পশ্চিমতীরের কোয়ালকিলিয়া এলাকায় মাথায় গুলি করে হত্যা করে ইসরাইলি বাহিনী।
জাতিসংঘ মানবাধিকার সংস্থার তথ্যমতে, ইসরাইলি বাহিনীর হাতে চলতি বছর সর্বোচ্চ সংখ্যক ফিলিস্তিনি নিহত হয়েছেন। গত সপ্তাহে (২৮ অক্টোবর) জাতিসংঘের নিরাপত্তা পরিষদের এক বৈঠকে মানবাধিকার সংস্থার মুখপাত্র টোর উইন্সল্যান্ড বলেন, ২০০৫ সালের পর চলতি বছর ফিলিস্তিনের পশ্চিমতীরে সর্বোচ্চ সংখ্যক মানুষ নিহত হয়েছেন।
ওই কর্মকর্তা আরও জানান, এরই মধ্যে ওই অঞ্চলে বিস্ফোরক পরিস্থিতির সৃষ্টি হয়েছে। যদি এখনই দুই পক্ষের আলোচনা শুরু না হয়, তবে যে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হবে তা কল্পনারও বাইরে।
আরও পড়ুন: ইসরাইলের নির্বাচন / এগিয়ে ডানপন্থি জোট, ফিরছেন নেতানিয়াহু
উইন্সল্যান্ড বলেন, ‘ইসরাইল এবং ফিলিস্তিনের নেতাদের আমি এখনই আলোচনায় বসার আহবান জানাচ্ছি। সেই সঙ্গে যেকোনো মূল্যে এই সহিংসতা থামাতে আহ্বান জানাচ্ছি।’ জাতিসংঘ মানবাধিকার সংস্থা জানিয়েছে, এ বছরের শুরুতেই ইসরাইলি বাহিনীর হামলায় ৬ শিশুসহ ৩২ জন ফিলস্তিনি নিহত হয়।
অন্যদিকে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরাইলি বাহিনী এ বছর এখন পর্যন্ত ১৮৬ ফিলিস্তিনিকে হত্যা করেছে। যার মধ্যে অধিকৃত পূর্ব জেরুজালেম ও পশ্চিমতীরে ১৩৪ জন এবং অবরুদ্ধ গাজা উপত্যকায় ৫২ জন। নিহতদের মধ্যে ৪১টি শিশু রয়েছে।
জাতিসংঘের কর্মকর্তারা আরও উল্লেখ করেন, পশ্চিমতীরে ইসরাইলি বসতি স্থাপনকারীরা ১০৬ বার ফিলিস্তিনিদের ওপর হামলা চালিয়েছে।
অন্যদিকে ফিলিস্তিনিদের হাতে ২ ইসরাইলি নিরাপত্তা বাহিনী নিহত হয়েছে। এ ছাড়া ১৩ জন আহত হয়েছে। গত ১৬ বছরের মধ্যে ২০২২ সালে ইসরাইলিরা সর্বোচ্চ সংখ্যক ফিলিস্তিনিকে হত্যা করেছে বলে জানিয়েছে জাতিসংঘ।
]]>




