আরব আমিরাতের বিপক্ষে আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ
<![CDATA[
বিশ্বকাপকে সামনে রেখে বুধবার (১৬ নভেম্বর) সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলতে নামছে লিওনেল মেসির আর্জেন্টিনা। বিশ্বকাপের আগে এটাই আলবিসেলেস্তেদের শেষ ম্যাচ। কম্বিনেশন সাজাতে এ ম্যাচে কোন একাদশ নামাবেন কোচ লিওনেল স্ক্যালোনি?
আরব আমিরাতের বিপক্ষে আর্জেন্টিনার ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় রাত ৯টায়। মুন্ডো আলবিসেলেস্তের প্রতিবেদন, এ ম্যাচের একাদশে দেখা যাবে লিওনেল মেসি, হুলিয়ান আলভারেজ, এমিলিয়ানো মার্টিনেজ, নিকোলাস ওতামেন্দি ও রদ্রিগো ডি পলকে। একাদশে আরও দেখা যেতে পারে গঞ্জালো মন্তিয়েল, নাহুয়েল মলিনা ও হুয়ান ফয়েথকে।
আরও পড়ুন: বিশ্বকাপে নিজেদের ফেবারিট মনে করেন না মেসি
কাতার বিশ্বকাপ শুরু হবে ২০ নভেম্বর থেকে। উদ্বোধনী ম্যাচে খেলতে নামবে কাতার ও ইকুয়েডর। বিশ্বকাপে আর্জেন্টিনার মিশন শুরু ২২ নভেম্বর। লুসাইল স্টেডিয়ামে সৌদি আরব তাদের প্রথম প্রতিপক্ষ। গ্রুপ পর্বে আর্জেন্টিনার অন্য প্রতিপক্ষ- মেক্সিকো ও পোল্যান্ড।
আরও পড়ুন: পেদ্রির চাওয়া, মেসির হাতে উঠুক বিশ্বকাপ শিরোপা
আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ
এমিলিয়ানো মার্টিনেজ, গঞ্জালো মন্তিয়েল, নিকোলাস ওতামেন্দি, লিসান্দ্রো মার্টিনেজ, নাহুয়েল মলিনা/হুয়ান ফয়েথ, ডি পল, প্যারাদেস, ম্যাক অ্যালিস্টার, লিওনেল মেসি, লতারো মার্টিনেজ/ অ্যাঞ্জেল ডি মারিয়া ও হুলিয়ান আলভারেজ।
]]>




