আর্জেন্টাইন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মেসিকেও বাংলাদেশে আমন্ত্রণ
<![CDATA[
আগামী মার্চে আর্জেন্টিনার দূতাবাস খোলা নিয়ে আলোচনা করার জন্য বাংলাদেশে আসবেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী সান্তিয়াগো ক্যাফিয়েরো। এ সময়ে বিশ্বসেরা ফুটবলার লিওনেল মেসিকেও নিয়ে আসার অনুরোধ জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) রাজধানীর বনানীতে পলিসি রিসার্স ইনস্টিটিউট (পিআরআই) মিলনায়তনে ড. আব্দুল্লাহ শিবলী রচিত চারটি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী। অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পররাষ্ট্রমন্ত্রী এ কথা জানান।
তিনি বলেন, ‘আমি বলেছি, তিনি (আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী) যেন সঙ্গে করে লিওনেল মেসিকেও নিয়ে আসেন। তাহলে খুব ভালো হবে।’
আরও পড়ুন: বাংলাদেশে পুনরায় দূতাবাস খুলতে চায় আর্জেন্টিনা
ড. মোমেন বলেন, অতীতে আম কূটনীতি, মিষ্টি কূটনীতি হয়েছে। আর এবার হয়েছে স্পোর্টস কূটনীতি। বাংলাদেশের জনগণ এবার ব্রাজিল ও আর্জেন্টিনাকে ব্যাপকভাবে সমর্থন করেছে। এ কারণে স্পোর্টস কূটনীতি এগিয়ে গেছে।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আর্জেন্টিনা আমাদের পুরোনো বন্ধু। জাতিসংঘেও একসঙ্গে কাজ করেছি। তারা বিভিন্ন সময়ে আমাদের সহায়তা করেছে। আগামী দিনে আমাদের দুই দেশের সম্পর্ক আরও ভালো হবে।’
গত রোববার (১৮ ডিসেম্বর) বিশ্বকাপের ২২তম আসরের ফাইনালে শ্বাসরুদ্ধকর খেলায় টাইব্রেকারে ফ্রান্সকে হারিয়ে তৃতীয়বারের মতো বিশ্বচ্যাম্পিয়ন হয় আর্জেন্টিনা। ৩৬ বছর পর বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার পর আর্জেন্টিনা ফুটবল দল টুইটারে ধন্যবাদ জানায় বাংলাদেশকে।
]]>




