আর্জেন্টিনাকে ঢাকায় দেখতে প্রয়োজন ১০০ কোটি টাকা
<![CDATA[
বাফুফের প্রস্তাবে জুনে ফিফা উইন্ডোতে বাংলাদেশে আসতে আগ্রহ দেখিয়েছে আজেন্টিনা। এএফএ’র সঙ্গে নিয়মিত যোগাযোগ হচ্ছে বাফুফের। তবে আর্জেন্টিনা দলকে আনতে প্রয়োজন প্রায় একশো কোটি টাকা। সময় সংবাদকে বিষয়টি নিশ্চিত করেছেন বাফুফে সভাপতি কাজী সালাহউদ্দিন। চলতি বছর পিএসজির ব্যস্ত সূচির জন্য আর্জেন্টিনাকে আনার পথেই হাটছে বাফুফে। পৃষ্ঠপোষক পেলেই কেবল সম্ভব মেসিদের ঢাকায় আনা।
এক দশকেরও বেশি সময় আগে বাংলাদেশে পা রেখেছিল আর্জেন্টিনা, লিওনেল মেসি। প্রীতি ম্যাচ খেলতে আসা দলটা তখন বিশ্বচ্যাম্পিয়ন ছিল না। তবে দর্শকদের মন ঠিকই মাতিয়ে গিয়েছিলো।
প্রায় এক যুগ পর আবারও লাল সবুজের দেশে আসতে পারেন মেসি। এবার বিশ্বচ্যাম্পিয়ন তমকা গায়ে জড়িয়ে। বাংলাদেশের মানুষের অকুন্ঠ ভালোবাসার কথা জানে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন। তারই প্রেক্ষিতে প্রীতি ম্যাচ আয়োজনের কথা জানিয়ে দেশটির ফেডারেশনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে বাফুফে। পাওয়া গেছে ইতিবাচক ফল। বাংলাদেশে আসতে আগ্রহ দেখিয়েছে আর্জেন্টিনা।
বাফুফে সভাপতি কাজী সালাহউদ্দিন বলেন, ‘আমরা যোগাযোগ করছি…আসতে চায় ওরা। আমরা ৪-৫ দিন ধরেই কথা বলছি। (আনার খরচ) যে আনবে তাকেই দিতে হবে।’
আরও পড়ুন: মেসিকে মাঠে অভ্যর্থনা দেবে না পিএসজি
২০১১’তে বাংলাদেশে মেসিদের আনতে খরচ হয়েছিলো প্রায় ৪০ কোটি টাকা। বর্তমানে আর্জেন্টিনা দল ও মেসিদের ব্রান্ড ভ্যালু বেড়েছে বহুগুণ। মাত্রই তারা জিতেছে বিশ্বকাপ। এবার তাদের আনতে প্রয়োজন প্রায় একশো কোটি টাকা। আর্জেন্টিনার আসা শতভাগ নিশ্চিত হলে তারপরই ঠিক করা হবে তাদের প্রতিপক্ষ। ১২ জুন থেকে ২০ জুনের মধ্যে হবে ম্যাচটি।
শুরুতে পিএসজি-লিভারপুল মধ্যকার ফুটবল ম্যাচ আয়োজনের চেষ্টা করেছিলো বাফুফে। তাতে নেইমার, এমবাপ্পে, মোহাম্মদ সালাহদের এক মাঠে দেখার সুযোগ ছিলো। কিন্তু পিএসজির চলতি বছর ক্লাব ফ্রেন্ডলি ম্যাচে কোনো সূচি খালি না থাকায় আর্জেন্টিনাকে আনার পথেই হাটছে বাফুফে। কিন্তু প্রশ্ন হল, প্রায় একশো কোটি টাকা বাফুফে পাবে কোথায়?
কাজী সালাহউদ্দিন বলেন, ‘আমাদের আসল টার্গেট ছিল পিএসজি। কিন্তু পিএসজির সমস্যা হল তাদের প্রি-সিজন আছে। আমাকে কোন ক্লাবকে আনতে হলে আরও ২ বছর পর আনতে হবে।’
বাফুফের একার পক্ষে এত অর্থের জোগান দেয়া সম্ভব নয়। তাই এগিয়ে আসতে হবে স্পন্সর প্রতিষ্ঠানগুলোকে। তাহলেই কেবল সম্ভব বিশ্বচ্যাম্পিয়নদের খেলা ঢাকার মাঠে বসে উপভোগ করার।
]]>