আর্জেন্টিনাকে নিয়ে যা বললেন মুফতি মেনক
<![CDATA[
অন্যতম ফেবারিট আর্জেন্টিনাকে স্তব্ধ করে বিশ্বকাপ ইতিহাসের অন্যতম বড় অঘটনের জন্ম দিয়েছে সৌদি আরব। যা নিয়ে চলছে বিস্তর আলোচনা।
এদিকে, ম্যাচটি নিয়ে প্রতিক্রিয়া দেখিয়েছেন বিশ্বখ্যাত স্কলার মুফতি মেঙ্ক। লাতিন পরাশক্তিদের বিপক্ষে মুসলিম দেশ সৌদির দুরন্ত পারফরম্যান্স হৃদয় ছুঁয়ে গেছে জিম্বাবুয়ের এ মুফতির। সৌদিকে উদ্দেশ্য করে তিনি লিখেছেন ‘ওয়েলডান’।
তবে মেসিকেও হাল না ছেড়ে এগিয়ে যাবার কথা বলেছেন।
ডক্টর ইসমাইল ইবনে মুসা মেঙ্ক, যিনি মুফতি মেঙ্ক নামে অধিক পরিচিত। তিনি একজন মুসলিম শিক্ষাবিদ, ইসলাম প্রচারক ও বক্তা। তিনি বর্তমানে জিম্বাবুয়ের প্রধান মুফতি।
আরও পড়ুন: ফরাসি কোচের নেতৃত্বে বদলে যাওয়া সৌদি আরব
এছাড়া সোশ্যাল মিডিয়াতেও বেশ জনপ্রিয় ও সরব মুফতি মেঙ্ক। নানা বিষয় নিয়ে কথা বলে থাকেন তিনি।
র্যাঙ্কিংয়ের ৫১ নম্বরে থাকা গ্রিন ফ্যালকনরা ২-১ ব্যবধানে হারিয়ে দিয়েছে আর্জেন্টিনাকে। বিশ্বকাপের আগে টানা ৩৬ ম্যাচ অপরাজিত থাকা আলবিসেলেস্তেদের অপরাজেয় যাত্রার শেষটা হলো বিশ্বকাপের প্রথম ম্যাচেই। মূলত সৌদি আরবের ফরাসি কোচ হার্ভে রেনার্ডের কৌশলের কাছেই হেরে গেছে আকাশী-সাদারা।
]]>




