আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ে বগুড়ায় বিজয় কনসার্ট
<![CDATA[
মহান বিজয় দিবস ও ৩৬ বছর পর আর্জেন্টিনার বিশ্বকাপ জয় উপলক্ষে বগুড়ায় অনুষ্ঠিত হয়েছে বিজয় কনসার্ট। মঙ্গলবার (২০ ডিসেম্বর) সন্ধ্যা ৭টায় শুরু হয়ে প্রায় তিন ঘণ্টাব্যাপী চলে এই কনসার্ট।
প্রিয় দলের বিশ্বকাপ জয়ে এই উৎসবের আয়োজন করে আর্জেন্টিনা ফুটবল সাপোর্টারস এর বগুড়া জেলা শাখা। শহরের মূল কেন্দ্র সাতমাথা এলাকার মুজিব মঞ্চে অনুষ্ঠিত হয় অনুষ্ঠাটি।
বগুড়া জেলার বিভিন্ন প্রান্ত থেকে হাজারো আর্জেন্টিনা সমর্থক এই অনুষ্ঠানে অংশ নেয়। অনুষ্ঠানে বগুড়ার স্বনামধন্য ব্যান্ড ও শিল্পীরা গান গেয়ে মাতিয়ে রাখেন দর্শকদের।
কাতার বিশ্বকাপের আগেই সমর্থকগোষ্ঠীর এই সংগঠনটি আত্মপ্রকাশ করে। গোটা বিশ্বকাপ জুড়ে মেসির দলের ম্যাচের আগে-পরে শুভেচ্ছা মিছিল করেছেন বগুড়ার সমর্থকেরা। মেসির হাতে বিশ্বকাপ ওঠায় এবার বিজয় কনসার্ট আয়োজন করেছে তারা।
আরও পড়ুন: ম্যারাডোনাকে বিশ্বকাপ উৎসর্গ করলেন মেসি
কনসার্টে আগত আরিফ শেখ নামের এক আর্জেন্টিনা সমর্থক বলেন, ‘আর্জেন্টিনার বিশ্বকাপ জয় দেখতে পারা অন্যরকম এক অনুভূতি। সবসময় একটুর জন্য জয় হাতছাড়া হতে দেখেছি। তবে এবারে সেই আক্ষেপ করতে হয়নি আমাদের। এই জন্য কনসার্টে উপস্থিত থেকে জয়ের আনন্দ সবার সঙ্গে ভাগাভাগি করতে এসেছি।’
অনুষ্ঠানের সংগীত শিল্পী তানভীর আলম বলেন, ‘আমি অনেক কনসার্ট করেছি, তবে এই কনসার্টটা আমার জন্য একটু অন্যরকম। আমি ছোট থেকেই মেসির অনেক বড় ভক্ত। বিশ্বকাপ ছাড়া মেসি ক্যারিয়ার শেষ করুক এটা কোনোভাবেই চাইনি। শেষ বিশ্বকাপটা নিজের করে নিয়েছে মেসি। ভক্ত হিসেবে এটা খুব উপভোগ করেছি। তাই আজকের কনসার্টটা আমরা তাকেই উৎসর্গ করেছি।’
৩৬ বছরের শিরোপার খরা কাটানোর পর আগামী বিশ্বকাপেও ভালো করবে আর্জেন্টিনা এমন প্রত্যাশা করছেন আলবিসেলেস্তা সমর্থকরা।
]]>