আর্জেন্টিনা ও নেদারল্যান্ডসে মিলেছে কাশেফের ভবিষ্যদ্বাণী, রোববার জিতবে কারা
<![CDATA[
কাতার বিশ্বকাপে জ্যোতিষীর ভূমিকায় অবতীর্ণ হয়েছে আল-জাজিরার তৈরি রোবট সফটওয়্যার ‘কাশেফ’। প্রথম পর্বের ৪৮টি ম্যাচের ফলাফলে তার ভবিষ্যদ্বাণী মিলেছে ৬৫ শতাংশ। নকআউট পর্বে মিলেছে শতভাগ। এবার ভবিষ্যদ্বাণী দিয়েছে রোববার (৪ ডিসেম্বর) রাতের দুটি ম্যাচ নিয়ে।
নকআউট পর্বে শনিবার (৩ ডিসেম্বর) রাতে দুটি ম্যাচে করা কাশেফের ভবিষ্যদ্বাণী শতভাগ মিলেছে। আর্জেন্টিনা ও নেদারল্যান্ডস উঠে গেছে কোয়ার্টার ফাইনালে।
এবার পোল্যান্ডের মুখোমুখি বর্তমান চ্যাম্পিয়ন ফ্রান্স। কাতারের আল থুমামা স্টেডিয়ামে দুদলের ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রোববার রাত ৯টায়। এর পরের ম্যাচে তারুণ্যে ভরপুর শক্তিশালী ইংল্যান্ডের বিপক্ষে নামছে সাহসী সেনেগাল।
আরও পড়ুন: আর্জেন্টিনা-নেদারল্যান্ডস ম্যাচের আগে ‘দুঃখ’ প্রকাশ স্ক্যালোনির
ফ্রান্স-পোল্যান্ড ম্যাচে বুদ্ধিমত্তাসম্পন্ন রোবটের ফলাফল ফ্রান্সের পক্ষে। বিশ্বচ্যাম্পিয়নদের ৭৪ শতাংশ জয়ের সম্ভাবনার কথা বলছে কাশেফ। আর পোলিশদের ২৬ শতাংশ জয়ের সম্ভাবনা দেখছে এই রোবট।
গভীর রাতের ম্যাচে হ্যারি কেইনের ইংল্যান্ডকে এগিয়ে রেখেছে কাশেফ। তার গণনায় ইংলিশদের জয়ের সম্ভবানা ৬৮ শতাংশ। আর সেনেগালের জেতার সম্ভাবনা ৩২ শতাংশ।
আরও পড়ুন: গ্রুপ পর্বের সেরা একাদশে নেই মেসি-রোনালদো!
মূলত বিশ্বকাপে অংশ নেয়া দলগুলোর খেলার ধরন, খেলোয়াড়দের দক্ষতা ও অভিজ্ঞতাসহ খেলার জয়-পরাজয়ের ইতিহাস পর্যালোচনা করে ভবিষ্যদ্বাণী করে কাশেফ। এ জন্য প্রায় ২০০ ধরনের এক লাখ তথ্যের একটি তথ্যভান্ডার তৈরি করেছে আল-জাজিরা। গুগল ক্লাউডে থাকা এসব তথ্য দ্রুত পর্যালোচনা করে ভবিষ্যদ্বাণী করছে কাশেফ।
]]>




