আর চেঁচাবেন না তাপসী!
<![CDATA[
বলিউডে নতুন অভিনেত্রীদের মাঝে যিনি দ্যুতি ছড়াচ্ছেন, তিনি তাপসী পান্নু। বড় সব তারকার সঙ্গে নিয়মিত কাজ করে যাচ্ছেন এ অভিনেত্রী। তবে কাজের বিষয়ে রেগে গিয়ে দু-চার কথা শুনিয়ে দিতেও দ্বিধা করেন না তিনি। হোক তা অনুরাগী কিংবা পাপারাজ্জি, তাপসী চটেছেন তো মহাবিপদ! উল্টোপাল্টা প্রশ্ন করা যেমন পছন্দ করেন না, ঠিক তেমনি ছবি তোলার জন্য জোর করাটাও ভীষণ অপছন্দ এই অভিনেত্রীর।
সম্প্রতি আয়ুষ্মান খুরানার দিওয়ালি পার্টিতে তিনি যখন পৌঁছান, ভয়ে ভয়ে চিত্রগ্রাহকরা তার কাছ ঘেঁষতেই কেউ একজন বলে উঠলেন, আজ রেগে যাবেন না প্লিজ। উত্তরে তিনি বলেন, ‘অসভ্যতা না করলে আমিও চেঁচাব না! সহজ ব্যাপার।’
আরও পড়ুন: ছবির ব্যর্থতা ঘিরে আমিরের সঙ্গে বিতণ্ডা?
এর পর উৎসবের আমেজ ছুঁয়ে গিয়েছিল তাপসীকেও। ভেতরে ঢুকে যাওয়ার আগে পাপারাজ্জির অনুরোধে ক্যামেরায় পোজ দিলেন একবার। তখনই তার উদ্দেশে মন্তব্য ভেসে আসে। তবে এবার রেগে যাননি তিনি। জানালেন, তার সঙ্গে ভালো হয়ে থাকলে তিনিও ভালোই ব্যবহার করবেন।
কিছুদিন আগে থ্রিলার সিনেমা ‘দোবারা’-তে দেখা গেছে তাপসীকে। সিনেমাটি মূল স্প্যানিশ ছবি ‘মিরাজ’-এর হিন্দি সংস্করণ। এ ছাড়া শাহরুখ খানের সঙ্গে ‘ডংকি’ সিনেমায় কাজ করছেন তিনি।
]]>