আলীর মাথায় নৌকা, হাতে উন্নয়নের প্ল্যাকার্ড
<![CDATA[
দীর্ঘ সাড়ে ৭ বছর পর অনুষ্ঠিত হয়েছে লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন। এ উপলক্ষ্যে মঙ্গলবার (২২ নভেম্বর) সকাল ৬টা থেকে সভাস্থল জেলা স্টেডিয়াম মাঠে আওয়ামী লীগের তৃণমূলের নেতাকর্মীদের ঢল নামে। এ সময় আওয়ামী লীগের দলীয় কার্যালয় থেকে মাথায় নৌকার মুকুট, হাতে প্ল্যাকার্ড নিয়ে এসেছেন মো. আলী নামের এক ব্যক্তি। যার হাতের প্ল্যাকার্ডে লেখা ছিল, ‘বিএনপি-জামাতের সন্ত্রাস জ্বালাও পোড়াও বন্ধ করে অচিরেই জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আগামী জাতীয় সংসদ নির্বাচনে এগিয়ে আসুন এবং উন্নয়নের ধারা অব্যাহত রাখুন’।
মো. আলীর গ্রামের বাড়ি শরীয়তপুর জেলার সদর চিকন্দী গ্রামে। দীর্ঘ ১৫ বছর ধরে থাকেন ঢাকায় আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে। দেশের যে প্রান্তেই আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের সম্মেলন হোক না কেন, তিনি সেখানে মাথায় নৌকা এবং হাতে প্ল্যাকার্ড নিয়ে ছুটে যান। সারাদিন সেখানে অবস্থান করেন এবং সম্মেলন স্থলে ঘুরে ঘুরে প্রদর্শনী করেন। মো. আলী জানান, দলকে ভালোবেসে তিনি এই কাজটি করছেন দীর্ঘ ১৫ বছর ধরে।
মো. আলীর বয়স এখন ৪০ বছর। বৈবাহিক জীবনে এক ছেলে ও এক মেয়ের জনক তিনি। সবাই থাকেন গ্রামের বাড়ি শরীয়তপুরে।
আরও পড়ুন : ভালো মানুষের মতো লাগলেও ফখরুল মিথ্যুক: কাদের
মো. আলী সময় সংবাদকে জানান, ছোট বেলা থেকে তিনি বঙ্গবন্ধুকে ভালোবাসতেন। সে কারণে বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনাকেও তিনি অনেক ভালোবাসেন। এ জন্য দেশের যেখানেই আওয়ামী লীগের সভা, সেমিনার ও সম্মেলন হয় সেখানেই ছুটে যান তিনি।
তিনি আরও জানান, তাদের জীবিকার প্রধান উৎসব কৃষি কাজ। গ্রামের বাড়িতে ফসলি জমিতে চাষাবাদ করে তার সংসার চলে। এছাড়া বিভিন্ন সম্মেলনে গেলে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা ভালবেসে ও খুশি হয়ে বকশিস দেয়। এটাও তার আয়ের একটি উৎস।
আলী বলেন, ‘আওয়ামী লীগকে ভালোবাসি। শেখ হাসিনাকে ভালোবাসি। সারা দেশে নৌকা মাথায় নিয়ে ঘুরে বেড়ানোর জন্য এটাই আমার মূল শক্তি।’
]]>




