আশ্বাস পেয়ে অবরোধ তুলে নিলো ঢাকা কলেজ ছাত্রলীগ
<![CDATA[
শিগগিরই ঢাকা কলেজ ছাত্রলীগের কমিটি ঘোষণা করা হবে- এমন আশ্বাস পেয়ে সড়ক অবরোধ তুলে নিয়েছেন ঢাকা কলেজ ছাত্রলীগের নেতাকর্মীরা। রোববার (৪ ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে তারা অবরোধ তুলে নেন।
এর আগে কমিটির দাবিতে রোববার রাত সাড়ে ১০টায় নিউমার্কেট এলাকায় ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি আল নাহিয়ান খান জয়কে অবরুদ্ধ করেন ঢাকা কলেজ ছাত্রলীগের নেতাকর্মীরা। এ সময় অবরোধকারীরা নাহিয়ান খান জয়কে ঢাকা কলেজ ছাত্রলীগের কমিটির বিষয়ে স্পষ্ট ঘোষণা চান। তবে ছাত্রলীগ সভাপতি তাদেরকে কোনো আশ্বাস দেননি।
অবরোধ চলাকালে রাত সোয়া সাড়ে ১২টার দিকে ঢাকা কলেজ শাখা ছাত্রলীগের এক সাবেক নেতা হ্যান্ড মাইকে বলেন, আমরা আমাদের শ্রদ্ধাভাজন নেতা আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানকের সঙ্গে কথা বলেছি। তিনি আমাদের আশ্বস্ত করেছেন, প্রাণপ্রিয় নেত্রী জননেত্রী শেখ হাসিনা ও জননেতা ওবায়দুল কাদেরের সঙ্গে কথা বলে আমাদের বিষয়ে একটা সিদ্ধান্ত দেবেন। আশা করি, আমাদের কমিটি দেওয়ার জন্য আগামীকালের মধ্যে তিনি (নানক) একটা ব্যবস্থা করে দেবেন।
তিনি বলেন, ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের প্রতি আমাদের আস্থা আছে। আমাদের বিশ্বাস, আগামীকালের মধ্যে সুন্দর একটা কমিটি উপহার পাব। এখন আমরা সবাই শান্তিপূর্ণভাবে হলে চলে যাব।’
আরও পড়ুন : কমিটির দাবিতে সভাপতি জয়কে অবরুদ্ধ করল ঢাকা কলেজ ছাত্রলীগ
এই ঘোষণার পরই ছাত্রলীগ নেতাকর্মীরা রাস্তা ছেড়ে কলেজের দিকে চলে যান।
এদিকে, অবরুদ্ধ থাকার বিষয়টি অস্বীকার করেছেন আল নাহিয়ান খান জয়। তিনি বলেন, এটি সম্পূর্ণ গুজব। তারা (ঢাকা কলেজ ছাত্রলীগ) আজকে এখানে এসেছিল। কমিটির বিষয়ে আমার সঙ্গে আলোচনা করেছে। এটি আমাদের প্রতিদিনের দেখা-সাক্ষাতের মতোই। সুতরাং এখানে কেউ অবরোধের সুযোগ নেই।
এদিকে ছাত্রলীগ নেতাকর্মীরা সড়ক অবরোধ করায় রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে আশপাশের এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়। রাস্তা ছেড়ে দেওয়ার পর আবার যান চলাচল স্বাভাবিক হয়।
]]>