বাংলাদেশ

আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিতে বাধ্য হলেন জার্মান প্রেসিডেন্ট

<![CDATA[

জার্মান প্রেসিডেন্ট ফ্রাঙ্ক-ভাল্টার স্টেইনমায়ার মঙ্গলবার (২৫ অক্টোবর) হঠাৎ করে ইউক্রেন সফরে যান। সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, ইউক্রেনের রাজধানী কিয়েভে পৌঁছানোর পর দক্ষিণ দিকের শহর কোরিউকিভকা সফরে যান জার্মান প্রেসিডেন্ট। তিনি সেখানে পৌছানোর পর হামলার আগাম সতর্কতামূলক সাইরেন বেঁজে ওঠে। এরপর বাধ্য হয়ে দ্রুত একটি আশ্রয়কেন্দ্রে অবস্থান নেন তিনি।

বাধ্য হয়ে আশ্রয় কেন্দ্রে যাওয়ার ব্যাপারে জার্মান প্রেসিডেন্ট বলেছেন, আমরা প্রথম দেড় ঘণ্টা একটি এয়ার রেইড আশ্রয়কেন্দ্রে অবস্থান করি। এখানকার মানুষ কি রকম অবস্থার মধ্যে বাস করছেন তা আমাদের বুঝিয়েছে।

জানা যায়, যুদ্ধের শুরুতে ইউক্রেনের কোরিউকিভকা শহরটি দখল করেছিল রুশ সেনারা। কিন্তু পরবর্তীতে তারা শহরটি থেকে পিছু হটতে বাধ্য হয়।

তবে রুশ বাহিনী শহরটি ত্যাগ করার আগে এর অবকাঠামোর ব্যাপক ক্ষতি সাধন করে। প্রেসিডেন্টের মুখপাত্র জানিয়েছেন, স্টাইনমায়ার শহরটির জরুরি অবকাঠামো তৈরি করতে সহায়তা প্রদান করবেন।

আরও পড়ুন: নিত্যপণ্যের দাম বাড়ায় জার্মানিতে বিক্ষোভ

এ শহরের বাসিন্দাদের প্রশংসা করে জার্মান প্রেসিডেন্ট বলেন, এখানকার মানুষ খালি হাতে ট্যাংককে পরাস্ত করেছে।

এদিকে রাশিয়ার সঙ্গে ভালো সম্পর্ক থাকায় জার্মান প্রেসিডেন্টকে ইউক্রেনে আসতে প্রথমে বাধা দিয়েছিল দেশটির সরকার। কিন্তু শেষ পর্যন্ত তিনি ইউক্রেনে এসেছেন।

ইউক্রেনে এসেই জার্মান প্রেসিডেন্ট ঘোষণা দেন, জার্মানি ইউক্রেনকে সামরিক, রাজনৈতিক এবং অর্থনৈতিকভাবে আরও সহায়তা করবে।

আরও পড়ুন: জার্মানির কোলন শহরে মাইকে শোনা গেল আজানের ধ্বনি

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!