আসছেন স্বর্ণজয়ী শ্যুটার, আসতে পারেন বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন তারকাও
<![CDATA[
বাংলাদেশে আসছেন ভারতের অলিম্পিক স্বর্ণজয়ী শ্যুটার অভিনব বিন্দ্রা। ১৪ জানুয়ারি প্রথম বারের মত শুরু হতে যাওয়া শ্যুটিং প্রিমিয়ার লিগ উদ্বোধন করতে আসবেন এই কিংবদন্তি। সময় সংবাদকে বিষয়টি নিশ্চিত করেছেন, ফেডারেশনের মহাসচিব ইন্তেখাবুল হামিদ অপু। এদিকে, উদ্বোধন অনুষ্ঠানে বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন দলের একজন সদস্য অথবা একজন ব্রাজিলিয়ান তারকা ফুটবলারকে আনার চেষ্টাও করা হচ্ছে বলে জানান তিনি।
বাংলাদেশের ক্রীড়াঙ্গণের সবচেয়ে বড় অর্জন কমনওয়েলথ গেমসে স্বর্ণপদক এসেছিলো শ্যুটিংয়ের হাত ধরে। এবার বাংলাদেশের শ্যুটিংও হবে ইউরোপিয়ান স্ট্যান্ডার্ডে। গেল কয়েক বছর ধরে শোনা গুঞ্জনটা সত্যি হচ্ছে। অবশেষে ১৪ জানুয়ারি শ্যুটিংয়ের প্রিমিয়ার লিগে যুগে প্রবেশ করছে বাংলাদেশ!
১৫ ডিসেম্বর ১ম আসরের ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থার সাথেও সাইনিও করে ফেলেছে ফেডারেশন। ৫ দল নিয়ে শুরু হবে প্রথম আসর। লিগ আকর্ষণীয় করতে আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী দলের একজন ফুটবলার অথবা ব্রাজিলের একজন নামকরা ফুটবলারকে উদ্বোধনী অনুষ্ঠানে পেতে চেষ্টা করছে ফেডারেশন। এ লক্ষ্যে কাতারেও গিয়েছিলেন মহাসচিব ইন্তেখাবুল হামিদ অপু। তারা কেউ এখনো নিশ্চিত না করলেও, নিশ্চিত করেছেন একজন। তিনি এশিয়ার কিংবদন্তি শ্যুটার ভারতের অভিনব বিন্দ্রা। ১৪ জানুয়ারি ভারতের হয়ে অলিম্পিকজয়ী এই শ্যুটার আসছেন বাংলাদেশে।
আরও পড়ুন:শক্তিশালী কিরগিজস্তানকে হারিয়ে টেবিলের শীর্ষে বাংলাদেশ
অপু বলেন, ‘আমরা ব্রাজিলকে সাপোর্ট করি, আর্জেন্টিনাকেও সাপোর্ট করি, তাদের কাউকে যদি আনা যায় তবে খুব ভালো একটা সাড়া পাওয়া যাবে। তবে অলিম্পিক গোল্ড মেডালিস্ট অভিনব বিন্দ্রা আমাদের উদ্বোধনী অনুষ্ঠানে থাকবে। তার সঙ্গে কথা হয়েছে, তিনি নিশ্চিত করেছেন।’
কেমন হবে প্রিমিয়ার লিগের ফরম্যাট ? ৫টি দল ৬ জন করে শ্যুটার দলে ভেড়াতে পারবে। কিনতে পারবে বিশ্বের সেরা শ্যুটারদের। তবে প্রত্যেক দলকে অবশ্যই দলে নিতে হবে একজন অনূর্ধ্ব-১৮ শ্যুটার। সেরা শ্যুটারদের দেয়া হবে অর্থ পুরস্কার। শুধু তাই নয়, আসর সরগরম করতে আসবে রূপালি পর্দার তারকারাও।
আরও পড়ুন:শেখ কামাল দ্বিতীয় বাংলাদেশ যুব গেমসের লোগো ও মাসকট উন্মোচন
অপু বলেন, ‘আমাদের দেশীয় তারকা যারা আছেন, সেলিব্রেটি, সে অ্যাথলিট হোক, কিংবা সিনেমার পর্দার তারকা, শিল্পী হোক বা সাহিত্যিক, তাদের এনে সবাইকে নিয়ে উপভোগ করার সঙ্গে সঙ্গে শ্যুটিংটাও উপভোগ করতে পারি। একটা উৎসবের মধ্য দিয়ে যেন আয়োজনটা শেষ করতে পারি। ক্রিকেট লিগের মতোই একটা নাম দিচ্ছি।’
শ্যুটিংয়ের প্রিমিয়ার লিগ বাংলাদেশের শ্যুটিংয়ে একটা নতুন মাইলফলক। এই উদ্যোগ সফল হলে বাংলাদেশেও সৃষ্টি হবে বিশ্বমানের শ্যুটার। যার ফল পাওয়া যাবে বিশ্বমঞ্চে।
]]>




