আসছে অনির্বাণের ‘বল্লভপুরের রূপকথা’
<![CDATA[
প্রকাশ্যে এলো ছবির প্রথম গান। মোট চারটি গান শুনতে পারবেন দর্শক। ২১ অক্টোবর বড় পর্দায় মুক্তি পেতে চলেছে এই ছবি।
ঢালিউডের আলোচিত নায়ক অনির্বাণ ভট্টাচার্য। ভিন্ন ধারার কাজ করে দর্শকের মনে জায়গা করে নিয়েছেন তিনি। অনির্বাণ মানেই নতুন কিছু। তবে ইদানীং অভিনয়ের পাশাপাশি পরিচালক অনির্বাণকে নিয়েও বেশ আগ্রহ টালিউডে। ‘মন্দার’ তাকে জনপ্রিয়ও করে তুলেছে বেশ। ৭ অক্টোবর অনির্বাণের জন্মদিন। এই বিশেষ দিনে প্রকাশ্যে এলো অনির্বাণ পরিচালিত দ্বিতীয় কাজ ‘বল্লভপুরের রূপকথা’র প্রথম গান। সুর দিয়েছেন দেবরাজ ভট্টাচার্য। লিখেছেন অনির্বাণ আর গান গেয়েছেন সাহানা বাজপেয়ী।
আরও পড়ুন: নুসরাত যশের দশমীর ফটোশুট পেল অশ্লীলের তকমা!
জীবনে যে ব্যক্তি যত সাফল্য পান, তাকে নিয়ে আলোচনা-সমালোচনাও অনেক বেশি হয়। অভিনেতা হিসাবে অনির্বাণ খুবই সফল। নতুন পরিচালক হিসেবে অনেক বেশি প্রত্যাশা তার কাছ থেকে। ইতিবাচক এবং নেতিবাচক প্রতিক্রিয়া এগুলো কতটা ভাবায়? এমন প্রশ্নে ভারতীয় একটি সংবাদমাধ্যমকে তিনি জানান, ‘এসব নিয়ে তো ভাবতেই হবে। উপেক্ষা করার জায়গা নেই। খেয়াল রাখতে হবে কাজের দিক থেকে লক্ষ্যভ্রষ্ট যেন না হই। নেতিবাচক মন্তব্যও প্রচুর আসে। যদি সেগুলো ভেবে দেখার মতো হয় নিশ্চয়ই ভেবে দেখব। দর্শক কিন্তু শুধু মাত্র প্রশংসা করেন না, আবার অনেকে গালাগালও করেন।’
আরও পড়ুন: কলকাতায় সিঁদুর খেলায় মেতেছেন অপু বিশ্বাস
অনির্বাণের নতুন ছবিতে দেখা যাবে নতুন জুটি। সত্যম ভট্টাচার্য, সুরঙ্গনা বন্দ্যোপাধ্যায়। ২১ অক্টোবর বড় পর্দায় মুক্তি পেতে চলেছে এই ছবি।
সূত্র: আনন্দবাজার
]]>




