আসন্ন পৌর নির্বাচনে ফেনীর ৫টি পৌরসভায় মেয়র পদে নৌকা ২৩ প্রার্থীর মধ্যে জেলা আওয়ামী লীগ কতৃক আয়োজিত ভোটের মাধ্যমে ১৩ জন নির্বাচিত হয়েছে।
আসন্ন পৌর নির্বাচনে ফেনীর ৫টি পৌরসভায় মেয়র পদে নৌকা প্রতিক নিয়ে প্রতিদ্বন্দ্বীতা করতে আবেদনকৃত ২৩ প্রার্থীর মধ্যে জেলা আওয়ামী লীগ কতৃক আয়োজিত ভোটের মাধ্যমে ১৩ জন নির্বাচিত হয়েছে।
আজকে বিকেলে ফেনী পৌরসভায় কেন্দ্রীয় আওয়ামী লীগের সিদ্ধান্ত অনুযায়ী ৫ টি পৌরসভার মেয়র পদে ফেনী জেলা আওয়ামী লীগের প্রার্থীতা নির্ধারণে ভোট গ্রহন করা হয়।
সন্ধ্যায় ভোট গ্রহন শেষে পৌর চত্বরে ফেনী জেলা আওয়ামী লীগের সন্মানিত সাধারন সম্পাদক জননেতা নিজাম উদ্দিন হাজারী এমপি মহোদয় ফেনী জেলা আওয়ামী লীগের দলীয়
মনোনয়নের জন্য নির্বাচিত সম্ভাব্য ১৩ প্রার্থীর নাম ঘোষনা করেন।
এসময় এমপি মহোদয় উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্য বলেন অনেক পৌরসভায় একাধিক প্রার্থী আবেদন করেছেন,আমাদের আন্তরিকতা থাকলেও তিন জনের বেশী প্রার্থী নির্বাচিত করতে পারিনি।
তিনি বলেন অতি অল্প সময়ের মধ্যে এই ১৩জন প্রার্থীর নাম স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডে পাঠানো হবে। কেন্দ্রীয় আওয়ামী লীগের সিদ্ধান্ত অনুযায়ী এদের বাহিরে আর কেউ মনোনয়ন পত্র সংগ্রহ করতে পারবেনা।
নিম্নে ফেনী জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে যারা মনোনয়নের নির্বাচিত হয়েছেন তাদের নামের তালিকাঃ-
সোনাগাজী উপজেলা থেকে নির্বাচিত হয়েছেন
এড. রফিকুল ইসলাম খোকন,
নুর নবী লিটন,
ইমাম উদ্দিন সেলিম পাটোয়ারী ।
দাগনভূঁইয়া উপজেলা থেকে নির্বাচিত হয়েছেন
ওমর ফারুক,
ফয়েজ আহমেদ,
নুরুল ইসলাম।
ছাগলনাইয়া উপজেলা থেকে নির্বাচিত হয়েছেন
মোহাম্মদ মোস্তফা,
নিজাম উদ্দিন মুজমদার,
বুলু মজুমদার।
পরশুরাম উপজেলা থেকে নির্বাচিত হয়েছেন
নিজাম উদ্দিন চৌধুরী সাজেল ( একক প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায়)
ফেনী সদর থেকে নির্বাচিত হয়েছেন
হাজী আলাউদ্দিন,
নজরুল ইসলাম স্বপন মিয়াজী,
আইনুল করিম শামীম।