বিনোদন

আসন্ন বিশ্বকাপ ঘিরে বাংলাদেশ দলের জন্য কী পরামর্শ আশরাফুলের

<![CDATA[

ভারতের বিপক্ষে টানা দ্বিতীয় ওয়ানডে সিরিজ জয়ের পর ২০২৩ বিশ্বকাপ নিয়ে আরও আত্মবিশ্বাসী বাংলাদেশ ক্রিকেট দল। তবে এই সিরিজে ব্যাটারদের পারফরম্যান্স আশানুরূপ হয়নি। বিশ্বকাপে ভালো করতে এখন থেকেই প্রস্তুতি শুরুর পরামর্শ দিলেন মোহাম্মদ আশরাফুল। পাশাপাশি পাইপলাইন মজবুত করতে ঘরোয়া ক্রিকেটে আরও বেশি টুর্নামেন্ট আয়োজনের পক্ষে সাবেক টাইগার অধিনায়ক।

ক্রিকেটের সুপার জায়ান্ট টিম ইন্ডিয়ার বিপক্ষে টানা দ্বিতীয় ওয়ানডে সিরিজ জয়। ফরম্যাট বিবেচনায় যে অর্জন, বাংলাদেশের জন্য একেবারে অপ্রত্যাশিত নয়। লম্বা সময় ধরে ৫০ ওভারের ক্রিকেটে বেশ দাপটের সঙ্গে খেলছে এই দলটি।

 

তবে এমন অর্জনের পরেও পুরোপুরি সন্তুষ্ট হবার সুযোগ নেই। চট্টগ্রামের ব্যাটিং বান্ধব উইকেটেও ছন্দপতন যার বড় কারণ। সিরিজের প্রথম দুই ওয়ানডেতেও পারফর্ম করতে পারেনি টপ অর্ডার। রান নেই মুশফিক-আফিফদের মতো নির্ভরযোগ্যদের ব্যাটেও। ২০২৩ বিশ্বকাপ সামনে রেখে তাই দুশ্চিন্তার ভাঁজ বড় হচ্ছে ক্রিকেট সংশ্লিষ্টদের কপালে।

টাইগারদের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল বলেন, ‘চট্টগ্রামে আমরা যে ম্যাচটা খেলেছি, সেই রকম উইকেটে আগামী এক বছর খেলা উচিত। ব্যাটসম্যানরা রান করবে তিনশো প্লাস। বোলাররা রান কম দেবে। হার-জিত যাই হোক না কেন, এমন প্রস্তুতি থাকলে ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখতে পারি।  

আরও পড়ুন: দলীয় অনুশীলনে ভারত, ব্যক্তিগত অনুশীলন মুশফিকের

ওয়ানডে বিশ্বকাপের আগে ব্যস্ত সূচি বাংলাদেশের। আইসিসির এফটিপি অনুযায়ী,পাঁচটি দ্বিপক্ষীয় সিরিজের পাশাপাশি অপেক্ষা করছে এশিয়া কাপও। ইংল্যান্ড-নিউজিল্যান্ডের মতো দলগুলোকে আতিথেয়তা দেয়ার পাশাপাশি আয়ারল্যান্ডের মতো প্রতিকূল কন্ডিশনেও খেলতে হবে সাকিব-তামিমদের।

যদিও এসব ব্যস্ততার সবটুকুই জাতীয় দলের ক্রিকেটারদের ঘিরে। জানুয়ারিতে অনুষ্ঠিত হতে যাওয়া বিপিএলেও সুযোগ পাবেন না ঘরোয়া ক্রিকেটের অধিকাংশ খেলোয়াড়। তবে বৈশ্বিক ক্রিকেটে ভালো করতে ঘরোয়া ক্রিকেটে ব্যস্ততা আরও বাড়াতে হবে বলে মনে করেন আশরাফুল।

আরও পড়ুন: বাংলাদেশের বিপক্ষে ভারতের টেস্ট স্কোয়াডে ৪ পরিবর্তন

তিনি বলেন, ‘আমাদের তো প্রচুর গ্রাউন্ড আছে। ঢাকার বাইরে হয়তো আরও ৪টা বা ৫টা দল করে খেলানো যায়। ক্রিকেট বোর্ডের অনেক কোচ আছেন, যারা বিপিএলের সময়টাতে কোনো কাজ করেন না। তাই ওই সময়টাতে তাদের ব্যস্ত রাখা যায়। চাইলেও আমাদের অনেক অপশন আছে।’  

শক্তিমত্তায় টেস্টে ভারতের সঙ্গে পার্থক্যটা বেশি বাংলাদেশের। তবুও সাকিবের দলকে শুভকামনা জানিয়েছেন সাবেক অধিনায়ক।

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also
Close
Back to top button
error: Content is protected !!