খেলা

আসমত আলী খান গোল্ডকাপ টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

<![CDATA[

মাদারীপুরে হয়ে গেল আসমত আলী খান গোল্ডকাপ কাবাডি টুর্নামেন্টের ফাইনাল। উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত এ খেলা দেখতে মাঠে জড়ো হন নানা বয়সের মানুষ। প্রান্তিক থেকে জাতীয় পর্যায়ে খেলার স্বপ্ন খেলোয়াড়দের। হারিয়ে যাওয়া জাতীয় খেলাকে ফিরিয়ে আনতে এ উদ্যোগ বলে জানান আয়োজকরা।

ফাইনাল সামনে রেখে বুধবার (২৫ জানুয়ারি) দুপুরের পর থেকে মাঠে আসতে থাকে শিশু-কিশোরসহ নানা বয়সের মানুষ। টুর্নামেন্টে অংশ নেয় পাঁচ উপজেলার ৫টি দল। ফাইনালে কালকিনি উপজেলা একাদশকে ৫০-২৫ সেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয় সদর উপজেলা একাদশ।

আরও পড়ুন: কাবাডি ফেডারেশনে খেলোয়াড় সংকট

গ্রামবাংলার ঐতিহ্য ধরে রাখতে বছরের বিশেষ বিশেষ দিনে এমন আয়োজনের দাবি খেলোয়াড় ও দর্শকের। নিজেদের মনোবল চাঙা রাখতে নিয়মিত চর্চা করে প্রান্তিক থেকে জাতীয় পর্যায়ে খেলার স্বপ্ন দেখছেন ভুদে খেলোয়াড়রা।

বিজয়ী দলের খেলোয়াড় ফরিদউদ্দিন বলেন, ‘কাবাডি খেলার আয়োজনের কথা শুনলেই সেখানে অংশগ্রহণ করি। ভীষণ উপভোগ করি এ খেলা। এখান থেকে জাতীয় পর্যায়ে খেলার স্বপ্ন তৈরি হয়েছে। সবার সহযোগিতা পেলে এটি সম্ভব হবে বলে আশা করি।’ কাবাডি খেলা দেখতে আসা দর্শক শুভ গিরি বলেন, ‘পুরো বিকেলটাই খুব সুন্দর উপভোগ করেছি। কাবাডি খেলা খুব আনন্দ দিয়েছে। মাঝেমধ্যে এই খেলার আয়োজনের দাবি জানাই।’

আরও পড়ুন: জাতীয় ক্রীড়া পুরস্কার দেয়ার দিনক্ষণ চূড়ান্ত

মাদারীপুরের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক পল্লব কুমার হাজরা জানান, শুধু কাবাডিই নয়, হারিয়ে যাওয়া সব ধরনের খেলা মাঠে ফিরিয়ে আনাই মূল্য লক্ষ্য। খেলা শেষে বিজয়ীদের হাতে ট্রফি ও নগদ টাকা তুলে দেয়া হয়।

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!