আ. লীগ এখন সম্পূর্ণ জনবিচ্ছিন্ন: ফখরুল
<![CDATA[
আওয়ামী লীগের কাছ থেকে মানুষ মুখ ফিরিয়ে নিচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, তারা এখন সম্পূর্ণ জনবিচ্ছিন্ন হয়ে গেছে।
শুক্রবার (২৮ অক্টোবর) রাতে রংপুর যাওয়ার প্রাক্কালে সৈয়দপুর বিমানবন্দরে এসব কথা বলেন বিএনপি মহাসচিব।
মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগ বন্ড চোর, জন্মগতভাবে চোর। তাদের দুটো জিনিস চরিত্রের মধ্যে আছে। একটা হচ্ছে চুরি আর একটা হচ্ছে সন্ত্রাস। এটা নিয়ে এই আওয়ামী লীগ চলছে।
আরও পড়ুন: হুংকারে ভয় না পেয়ে ডিসেম্বরে মাঠ দখলে রাখবে আ.লীগ
এ সময় বিএনপির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন বলেন, আওয়ামী লীগ সব সময় গণতন্ত্রের কথা বললেও মনে প্রাণে তারা বিশ্বাস বা ধারণ করে না। তারা এখন সম্পূর্ণ জনবিচ্ছিন্ন। বিএনপির সমাবেশগুলোতে গণজোয়ার দেখে ভীত হয়ে পরিবহন ধর্মঘটের ডাক দিচ্ছে। তাতে কোনো কাজ হবে না। সমাবেশ জনসমাবেশে পরিণত হবে। যত বাধা আসবে তাতেই বিএনপির পক্ষে জনমত সৃষ্টি হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
]]>




