আ.লীগ ক্ষমতায় আছে বলেই দেশে সম্প্রীতি বজায় রয়েছে: ধর্ম প্রতিমন্ত্রী
<![CDATA[
আওয়ামী লীগ সরকার থাকলে দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় থাকে। দেশের সব ধর্মের মানুষ শান্তিতে থাকে বলে মন্তব্য করেছেন ধর্ম প্রতিমন্ত্রী আলহাজ ফরিদুল হক খান।
সোমবার (৩১ অক্টোবর) সকাল ১০টায় জামালপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের ধর্মীয় সম্প্রতি ও সচেতনতা বৃদ্ধিকরণ প্রকল্পের আওতায় ধর্মীয় সম্প্রতি ও সচেতনতামূলক এক আন্তঃধর্মীয় সেমিনারে বক্তব্য রাখতে গিয়ে এ কথা বলেন তিনি।
ধর্ম প্রতিমন্ত্রী আরও বলেন, যারা মৌলবাদীদের নিজের হাতিয়ার করে দেশের সাম্প্রদায়িক সম্প্রীতিতে আঘাত করে তাদের মানুষ বয়কট করেছে।
এ সময় ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান দুলাল এমপির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বস্ত্র ও পাট মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি।
আরও পড়ুন: সরকারের পতন ঘটিয়ে বিজয় মিছিল করবে বিএনপি
এছাড়া অনুষ্ঠানে প্রকল্প পরিচালক ধর্ম বিষয়ক মন্ত্রণালয়য়ের উপ-সচিব আব্দুল্লাহ আল শাহীন, জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ, পুলিশ সুপার নাছির উদ্দিন আহমেদ, চেয়ারম্যান, ইসলামী ফাউন্ডেশনের পরিচালক এ কে এম ফজলুর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক আহমেদ চৌধুরী, পৌরসভার মেয়র ছানুয়ার হোসেন ছানু বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে জেলা পুলিশ, জেলা প্রশাসন জামালপুরের ঊর্ধ্বতন কর্মকর্তা, জামালপুর জেলার সকল উপজেলা পরিষদের চেয়ারম্যান, পৌর মেয়রসহ ধর্মীয় নেতারা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপন ও সমাপনী বক্তব্য রাখেন জেলা প্রশাসক শ্রাবস্তী রায়।
]]>