আ.লীগ-বিএনপির পাল্টাপাল্টি কর্মসূচি, মাটিরাঙ্গায় ১৪৪ ধারা
<![CDATA[
আওয়ামী লীগ ও বিএনপির পাল্টাপাল্টি কর্মসূচির থাকায় খাগড়াছড়ির মাটিরাঙ্গায় ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। রোববার (২০ নভেম্বর) রাতে মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তৃলা দেব স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামীকাল সোমবার (২১ নভেম্বর) সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত মাটিরাঙ্গা উপজেলার পৌরসভার মাটিরাঙ্গা বাজার ও তার আশেপাশের এলাকায় সকল প্রকার সভা সমাবেশ, মিছিল-মিটিং, লোক সমাগম এবং চার বা ততধিক ব্যক্তির একত্রে চলাচল ও আইনশৃঙ্খলা পরিপন্থী সকল অবৈধ কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করে উল্লিখিত স্থান সমূহে ফৌজদারি কার্যবিধি ১৮৯৮ এর ১৪৪ ধারায় আদেশ জারি করা হলো।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এ সময় যে কোনো প্রকার রাজনৈতিক প্রচারণামূলক কর্মকাণ্ড করা যাবে না। উক্ত আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে ফৌজদারি মামলাসহ আইন মোতাবেক শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রসঙ্গত, সারা দেশে বিএনপির সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে পৌরসভার সামনে সোমবার জনসমাবেশের ডাক দেয় আওয়ামী লীগ।
আরও পড়ুন: আ.লীগের সম্মেলনে দু’পক্ষের সংঘর্ষে আহত ১৫
এদিকে পৌরসভার ঠিক পেছনে মাটিরাঙ্গা পৌর বিএনপির কাউন্সিলের আয়োজন করে দলটি। একই দিনে কাছাকাছি স্থানে সমাবেশকে কেন্দ্র করে উভয়পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়।
মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তৃলা দেব বলেন, একইস্থানে দুই দলের পাল্টাপাল্টি কর্মসূচির কারণে স্থানীয়দের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। আইনশৃঙ্খলা ও জন নিরাপত্তার স্বার্থে ওই এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। কেউ এ ধারা ভাঙার চেষ্টা করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।
]]>