ইংল্যান্ডকে অভিনন্দন: বাবর
<![CDATA[
টি-টোয়েন্টি বিশ্বকাপের নতুন চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে অভিনন্দন জানিয়েছেন রানার্সআপ দলের অধিনায়ক বাবর আজম। সেই সঙ্গে অকুণ্ঠ সমর্থনের জন্য দর্শকের কাছে কৃতজ্ঞতাও প্রকাশ করেছেন তিনি।
ম্যাচ শেষে ধারভাষ্যকারদের বাবর বলেন, ‘ইংল্যান্ডকে অভিনন্দন। তারা ভালো ফাইট করেছে। এটাকে (অস্ট্রেলিয়া) আমাদের কাছে বাড়ির মতো মনে হয়, প্রতিটা ভেন্যুতেই। সমর্থনের জন্য প্রত্যেককে ধন্যবাদ।’
আরও পড়ুন: স্টোকস হারিয়েছিলেন, স্টোকস জিতিয়েছেন
এবারের বিশ্বকাপে নিজেদের প্রথম দুই ম্যাচেই হেরেছিল পাকিস্তান। ভারতের বিপক্ষে শ্বাসরুদ্ধকর ম্যাচে চার উইকেটে হারের পর জিম্বাবুয়ের বিপক্ষে আরেকটি রক্ত হিম করা ম্যাচ। সেখানেও ১ রানে হেরে যায় বাবর আজম বাহিনী। পরে অবশ্য টানা চার ম্যাচ জিতে পা রাখে ফাইনালে। ফাইনাল শেষে এসব বিষয় উঠে এসেছে পাকিস্তান অধিনায়কের বক্তব্যে।
বাবর আজম বলেন, ‘আমরা প্রথম দুটি ম্যাচে হেরেছিলাম। কিন্তু পরের ম্যাচগুলো যেভাবে জিতেছি, সেটা অবিশ্বাস্য। ছেলেদের বলেছিলাম স্বাভাবিক খেলা খেলতে, কিন্তু আমাদের আরও ২০ রান হলে ভালো হতো। যদিও বল হাতে ভালো করেছি আমরা। আমাদের বোলিং অ্যাটাকই এখন বিশ্বের সেরা। তবে শাহিনের ইনজুরিটা আমাদের জন্য দুর্ভাগ্য।’
আরও পড়ুন: হেসেখেলে পাকিস্তানকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ড
প্রসঙ্গত, ৮ উইকেটে বাবরদের ১৩৭ রানের জবাবে পুরো এক ওভার হাতে রেখে জিতেছে ইংল্যান্ড। জয়ী দলের হয়ে বেন স্টোকস ৫২, জস বাটলার ২৬, হ্যারি ব্রুক ২০ ও মঈন আলি ১৯ রান করেন। পাকিস্তানের ইনিংসে শান মাসুদ ৩৮, বাবর আজম ৩২ ও শাদাব খান ২০ রান করেন। ১২ রান খরচায় ৩ উইকেট নিয়ে ম্যাচসেরা হন স্যাম কুরান।
]]>




