বিনোদন
ইংল্যান্ড-যুক্তরাষ্ট্র প্রথমার্ধে কেউই গোলের দেখা পায়নি
<![CDATA[
হাড্ডহাড্ডি লড়াই হয়েছে ইংল্যান্ড বনাম মার্কিন যুক্তরাষ্ট্র ম্যাচে। তবে, প্রথমার্ধে দু’দলের কেউই জালে বল জড়াতে পারেনি। ফলে অনেকটা হতাশা নিয়েই বিরতিতে যান উভয় দলের ফুটবলাররা।
কাতারের দোহার আল বায়েত স্টেডিয়ামে শনিবার বাংলাদেশ সময় রাত একটায় ম্যাচটি শুরু হয়। প্রথমার্ধে বল নিয়ন্ত্রণে এগিয়েছিলো ইংল্যান্ড।
ইংল্যান্ড একাদশ: জর্ডান পিকফোর্ড, হ্যারি ম্যাগুইরে, জন স্টোনস, লুক শ, কিয়েরান ত্রিপিয়ার, ম্যাসন মাউন্ট, ডেকলান রাইস, জুড বেলিংহ্যাম, হ্যারি কেইন, রাহিম স্টার্লিং, বুকায়ো শাকা।
যুক্তরাষ্ট্র একাদশ: ম্যাট টার্নার, টিম রিম, সার্জিনো ডেস্ট, এন্টোনি রবিনসন, ওয়াকার জিমারমান, ওয়েস্টন ম্যাককিনি, ইউনুস মুসা, টাইলার অ্যাডামস, ক্রিস্টিয়ান পুলিসিচ, রাইট, টিমোথি উইয়াহ
]]>