ইংল্যান্ড সিরিজের আগেই আসছেন টাইগারদের কোচ: পাপন
<![CDATA[
রাসেল ডমিঙ্গোর বিদায়ে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের কোচের চেয়ারটা খালি গত এক মাস ধরে। তার বিদায়ের পর থেকেই নতুন কোচের সন্ধানে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) কাটাচ্ছে ব্যস্ত সময়। হাথুরুসিংহের আসা-না আসা নিয়ে ধোঁয়াশার মধ্যেই সোমবার (৩০ জানুয়ারি) কোচ নিয়োগের অগ্রগতি নিয়ে কথা বললেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।
বিপিএলে মহাসমারোহে চলছে সিলেট পর্বের খেলা। নিসর্গের লীলাভূমির মনরোম পরিবেশে জমে উঠেছে ব্যাটে-বলে লড়াই। সোমবার দুপুরে হঠাৎই সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে হাজির বিসিবি সভাপতি পাপন। ঢাকা ডমিনেটর্স বনাম রংপুর রাইডার্সের ম্যাচটি মাঠে বসে দেখেন তিনি।
ম্যাচ শেষে সন্ধ্যায় গণমাধ্যমের মুখোমুখি হন পাপন। সেখানেই জানান, ফেব্রুয়ারিতে ইংল্যান্ড সিরিজের আগেই নিয়োগ দেয়া হবে টাইগারদের নতুন কোচ।
আরও পড়ুন:বাংলাদেশ সফরের সূচি নিয়ে ইংল্যান্ডের টালবাহানা
তবে কে হবেন সাকিব-তামিম-লিটনদের পরবর্তী গুরু- সে বিষয়ে অবশ্য নামধাম ধরে কিছুই বলেননি তিনি। দিনকয়েক আগে গণমাধ্যমের খবরে এসেছে, বাংলাদেশের কোচ হয়ে আসছেন না হাথরুসিংহ। এই খবরের উৎস নিয়েও প্রশ্ন তোলেন তিনি।
পাপন বলেন, ‘১৮-২০ ফেব্রুয়ারি নতুন কোচ আসবে। কে আসবে এখনই বলব না। হাথুরু আসবে না সেটা তো আমি বলিনি, কোথায় নিউজ পেয়েছেন আপনারা? কোচ পেয়ে যাব ১৮ থেকে ২০ তারিখের মধ্যে এতে কোনো সন্দেহ নেই। আমাদের অপশনে যারা রয়েছে, এর মধ্যেই পেয়ে যাব।’
সিলেট স্টেডিয়ামে এদিন দুপুরে বিসিবি সভাপতির আগমন নিয়ে সাজসাজ রব পড়ে যায়। স্টেডিয়ামের চারদিকে তাকে স্বাগত জানিয়ে টাঙানো হয় প্ল্যাকার্ড। দুপুরে ম্যাচের ঠিক আগে তিনি এসে উপস্থিত হন। তবে, এ সময়ে ঘটে এক অনাকাঙ্ক্ষিত ঘটনা। স্টেডিয়ামের ভিআইপি বক্সে ঢোকার সময় ক্রিকেট ভবনের সিঁড়িতে হোঁচট খেয়ে পড়ে যান তিনি।
]]>




