ইউক্রেনের উত্তর-পূর্বাঞ্চল দিয়ে অগ্রসর হচ্ছে রুশ বাহিনী
<![CDATA[
ইউক্রেনের উত্তর-পূর্বাঞ্চল দিয়ে নতুন করে অগ্রসর হচ্ছে রুশ সেনারা। একই সঙ্গে দেশটির দক্ষিণাঞ্চলে বড় ধরনের হামলার পাঁয়তারা করছে বলে দাবি করেছেন প্রেসিডেন্ট জেলেনস্কি। এদিকে ইউক্রেনের গুরুত্বপূর্ণ অবকাঠামোতে হামলা চালিয়েও চলমান যুদ্ধজয়ে পুতিনের পরিকল্পনা ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন।
ইউক্রেনজুড়ে সম্প্রতি যুদ্ধের কৌশল কিছুটা পরিবর্তন করেছে রাশিয়া। ইউক্রেনের জ্বালানি ও বিদ্যুৎ স্থাপনা লক্ষ্য করে ব্যাপক হামলা চালায় রুশ বাহিনী। এতে অন্ধকারে ডুবে যায় দেশটির বেশকিছু অঞ্চল। বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েন বহু মানুষ। এবার ইউক্রেনের উত্তর-পূর্বাঞ্চল দিয়ে নতুন করে অগ্রসর হচ্ছে রুশ সেনারা।
এক ভিডিওবার্তায় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, যুদ্ধক্ষেত্রে কঠিন পরিস্থিতিতে পড়েছে তার সেনারা। শিগগিরই তাদের বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ প্রয়োজন পড়বে বলেও জানান তিনি। জেলেনস্কি আরও দাবি করেন, দক্ষিণাঞ্চলে বড় ধরনের হামলার পাঁয়তারা করছে রাশিয়া। তবে ইউক্রেনীয় সেনারা রুশ বাহিনীর বিরুদ্ধে জয়লাভ করবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।
আরও পড়ুন: ইউক্রেনে আরও অস্ত্র সহায়তার প্রতিশ্রুতি ন্যাটোর
ইউক্রেনজুড়ে গুরুত্বপূর্ণ অবকাঠামোতে হামলা চালিয়েও চলমান যুদ্ধে জয়ের পরিকল্পনা ব্যর্থ হয়েছে পুতিনের। হামলায় বিদ্যুৎ ও পানি সরবরাহ ব্যাপকভাবে বাধাগ্রস্ত হলেও পরিস্থিতি এখনও কিয়েভের নিয়ন্ত্রণেই আছে বলে মন্তব্য করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। চলমান যুদ্ধে পুতিনের কৌশল কাজে আসবে না বলেও দাবি করেন ব্লিঙ্কেন।
অন্যদিকে, ইউক্রেনে রাশিয়ার সম্ভাব্য যুদ্ধাপরাধ তদন্ত ও বিচারের জন্য একটি ট্রাইব্যুনাল গঠনের পরিকল্পনা করছে ইউরোপীয় ইউনিয়ন। ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডার লাইয়েন জানান, আন্তর্জাতিক অপরাধ আদালত রাশিয়ার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ তদন্তে এরই মধ্যে কাজ শুরু করেছে। আইসিসির কর্মকাণ্ডের প্রতি সম্মতি আছে ইইউর। তবে এর পাশাপাশি জাতিসংঘের সমর্থন থাকবে এমন একটি বিশেষায়িত আদালত গড়ে তোলা হবে বলেও নিশ্চিত করেন ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট।
]]>