ইউক্রেনের রাষ্ট্রদূতকে তলব বেলারুশের
<![CDATA[
বেলারুশের ব্রেস্ট সীমান্তে ইউক্রেনের এস-৩০০ ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার পর এর প্রতিবাদে ইউক্রেনের রাষ্ট্রদূতকে তলব করেছে দেশটি। বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) বিষয়টি নিশ্চিত করেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। খবর আল জাজিরার।
সংবাদমাধ্যমের খবরে জানা যায়, মিনস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় আনুষ্ঠানিক প্রতিবাদ জানাতে ইউক্রেনের রাষ্ট্রদূতকে তলব করে। মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানান, বেলারুশের দৃষ্টিকোণ থেকে এই ঘটনা খুবই গুরুতর। আমাদের দাবি, ইউক্রেনীয় কর্তৃপক্ষ এ ঘটনায় গুরুত্বসহকারে তদন্ত করবে এবং দায়ী ব্যক্তিদের জবাবদিহির আওতায় নিয়ে আসবে। ভবিষ্যতে যেন এমন ঘটনা না ঘটে সেদিকেও লক্ষ রাখবে দেশটি।
বেলারুশের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, স্থানীয় সময় বৃহস্পতিবার সকাল ১০টার দিকে ক্ষেপণাস্ত্রটি ভূপাতিত করা হয়। এর আগে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা বেল্টা জানিয়েছিল, ইউক্রেনের একটি এস-৩০০ ক্ষেপণাস্ত্র বেলারুশ ভূখণ্ডে পড়েছে। ক্ষেপণাস্ত্রটি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভূপাতিত করেছে নাকি মিসফায়ার ছিল সেটি খতিয়ে দেখা হচ্ছে।
আরও পড়ুন: ইউক্রেনের ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার দাবি বেলারুশের
এ ঘটনায় ইউক্রেনীয় সামরিক বাহিনীর এক মুখপাত্র স্বীকার করে বলেন, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ফল এটি। কোনো অদ্ভুত ঘটনা নয়। এমন ঘটনা আগেও একাধিকবার ঘটেছে।
একইদিন ইউক্রেনজুড়ে ইউক্রেনজুড়ে একসঙ্গে ১২০টি ক্ষেপণাস্ত্র ছোড়ে রুশ বাহিনী। স্থল ও সমুদ্র থেকে এই হামলা চালানো হয়। রাজধানী কিয়েভ, খারকিভ, ওদেসা লাভিভসহ ইউক্রেনজুড়ে একযোগে হামলা চালায় রুশ বাহিনী। প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির উপদেষ্টার বরাত দিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমে বলা হয়, একসঙ্গে ১২০টির মতো ক্ষেপণাস্ত্র ছোড়ে রুশ বাহিনী।
আরও পড়ুন: শতাধিক ক্ষেপণাস্ত্র হামলা বিবেকহীন বর্বরতা: ইউক্রেন
এদিকে এক টুইট বার্তায় ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী বলেন, নববর্ষের আগে শান্তিপূর্ণ ইউক্রেনীয় শহরগুলোতে একের পর এক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। এটাকে বিবেকহীন বর্বরতাই বলা যায়।
]]>