ইউক্রেনে লোপার্ড টু ট্যাংক পাঠাতে সম্মত জার্মানি
<![CDATA[
যুক্তরাষ্ট্রসহ ইউরোপীয় ইউনিয়নের চাপের মুখে ইউক্রেনে লোপার্ড টু ট্যাংক পাঠাতে সম্মত হয়েছেন জার্মান চ্যান্সেলর ওলাফ শলজ। একই সঙ্গে যাদের কাছে এই ট্যাংকটি রয়েছে তাদের কিয়েভে পাঠাতে অনুমতি দিয়েছেন তিনি। এক প্রতিবেদনে মঙ্গলবার (২৪ জানুয়ারি) এমনটিই জানিয়েছে বিবিসি।
ইউক্রেনে রুশ সেনাদের প্রতিহত করতে জার্মানির তৈরি লোপার্ড ট্যাংক পাঠাতে কয়েকদিন ধরেই চাপ বাড়ছিল চ্যান্সেলর ওলাফ শলজের ওপর। একই সঙ্গে জার্মানির কাছ থেকে যারাই ট্যাংকটি কিনেছে তাদের যেন ট্যাংকটি ইউক্রেনে পাঠাতে বার্লিন বাধা না দেয় তার আহ্বান জানিয়ে আসছে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমারা।
বিবিসির প্রতিবেদনে জানা যায়, প্রাথমিকভাবে ১৪টি লোপার্ড টু ট্যাংক পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন শলজ। যদিও সরকারিভাবে এখনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি জার্মান সরকার। একই পরিমাণ ট্যাংক পাঠাচ্ছে পোল্যান্ডও। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, ৩০০টি লোপার্ড ট্যাংক হলে চলমান যুদ্ধে রাশিয়াকে পরাজিত করবে তার সেনারা।
আরও পড়ুন: জেলেনস্কির সরকারে ভাঙন, শীর্ষ কর্মকর্তাদের পদত্যাগের হিড়িক
পশ্চিমারা যখন একজোট হয়ে রাশিয়াবিরোধী অবস্থান নিচ্ছে ঠিক তখনই তাদের মোকাবিলায় রুশ সামরিক বাহিনীকে ঢেলে সাজানোর ঘোষণা দিয়েছেন জেনারেল ভ্যালেরি গেরামিসভ। ইউক্রেন যুদ্ধে রাশিয়ার সেনাদের নেতৃত্ব দিচ্ছেন তিনি।
এক সাক্ষাৎকারে গেরামিসভ বলেন, মস্কো ও লেনিনগাদে অতিরিক্ত দুটি সামরিক অঞ্চল গঠনের পরিকল্পনা করা হচ্ছে। ইউক্রেনে আলাদা তিনটি ডিভিশন গঠন করা হবে।
এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি গেল ২০ জানুয়ারি বলেছিলেন, পশ্চিমা দেশগুলোর কাছে ইউক্রেনকে ভারী ট্যাঙ্ক দেয়ার কোনো বিকল্প নেই।
আরও পড়ুন: ইউক্রেনে ভারী ট্যাঙ্ক পাঠানোর বিকল্প নেই: জেলেনস্কি
]]>