বিনোদন

ইউক্রেনে ৩০টি আব্রামস ট্যাংক পাঠাবে যুক্তরাষ্ট্র

<![CDATA[

ইউক্রেনে যুক্তরাষ্ট্রের তৈরি ৩০টি আব্রামস ট্যাংক পাঠানোর পরিকল্পনা চূড়ান্ত করছে যুক্তরাষ্ট্র। চলতি সপ্তাহে এ বিষয়ে ঘোষণা দিতে পারে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের দুই কর্মকর্তা। বুধবার (২৫ জানুয়ারি) মার্কিন কর্মকর্তাদের বরাতে সিএনএন এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

কর্মকর্তারা বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র ইউক্রেন যুদ্ধে কিছু সংখ্যক ট্যাংক পাঠাবে। যেগুলো যুদ্ধক্ষেত্রে ট্যাংক মেরামত বা রক্ষণাবেক্ষণের জন্য তাদের অপসারণে সহায়তা করতে ব্যবহৃত হয়।

মার্কিন প্রেসিডেন্টের দফতর হোয়াইট হাউজের তরফে বুধবার এ সংক্রান্ত ঘোষণা আসতে পারে বলে জানিয়েছেন কর্মকর্তারা। তবে এ সংক্রান্ত আলোচনার সংবেদনশীলতার কারণে নাম প্রকাশে রাজি হননি তারা।

এর আগে গত মাসে ইউক্রেনে আব্রামস ট্যাংক পাঠানোর বাস্তবতা নিয়ে সংশয়ের কথা জানিয়েছিলেন মার্কিন প্রতিরক্ষা দফতর পেন্টাগনের কর্মকর্তারা। তাদের উদ্বেগের বিষয় ছিল, ইউক্রেন কীভাবে উন্নত মানের এসব ট্যাংক রক্ষণাবেক্ষণ করবে। কেননা, এজন্য ব্যাপক প্রশিক্ষণ ও সার্ভিসিংয়ের প্রয়োজন রয়েছে।

আরও পড়ুন: ইউক্রেনে ট্যাংক পাঠাতে প্রস্তুত যুক্তরাষ্ট্র ও জার্মানি

এদিকে কিয়েভের অনুরোধে জার্মানি ইউক্রেনকে লেপার্ড ট্যাঙ্ক সরবরাহ করবে। মঙ্গলবার (২৪ জানুয়ারি) রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, বার্লিন জার্মানির তৈরি শক্তিশালী ট্যাংকের মজুত থেকে মিত্রদেশগুলোকে তা পাঠানোর অনুমতি দেবে।

নাম প্রকাশে অনিচ্ছুক সরকারি সূত্রের উদ্ধৃতি দিয়ে ‘রোলিং নিউজ চ্যানেল এনটিভি’ জানায়, জার্মানি একটি কোম্পানিকে লেপার্ড-২ এ-৬ ট্যাংক হস্তান্তর করবে। জার্মান সশস্ত্র বাহিনীতে একটি কোম্পানি ১৪টি ট্যাংক নিয়ে গঠিত।

পৃথকভাবে ‘স্পাইগেল অনলাইন বলেছে, ট্যাংকগুলো বুন্দেসওয়েরের নিজস্ব মজুত থেকে এলেও অন্যান্য সরবরাহগুলো শিল্পের মজুত থেকে আসতে পারে। এ ব্যাপারে সংবাদমাধ্যমের পক্ষ থেকে যোগাযোগ করা হলে চ্যান্সেলর ওলাফ শলজের এক মুখপাত্র এমন প্রতিবেদনের বিষয়ে মন্তব্য করতে অস্বীকার করেন।

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also
Close
Back to top button
error: Content is protected !!