ইউক্রেন যুদ্ধের ফায়দা লুটছে পশ্চিমা তেল কোম্পানি
<![CDATA[
কথায় আছে কারও পৌষ মাস কারও সর্বনাশ। যুদ্ধ বেঁধেছে ইউক্রেনে। যে কারণে সারা বিশ্বে জ্বালানির দামে অস্থিরতা। যার মারাত্মক শিকারে পরিণত হয়েছে বাংলাদেশের মত উন্নয়নশীল দেশগুলো। পরিস্থিতি ভালো নয় ইউরোপেও। সেখানেও আসন্ন শীত মৌসুমকে সামনে রেখে বাড়তি দামে জ্বালানি কিনতে হচ্ছে জনগণকে। তবে এই পরিস্থিতির পুরোপুরি ফায়দা তুলছে ব্রিটিশ পেট্রোলিয়াম বা বিপির মতো পশ্চিমা তেল-গ্যাস ও জ্বালানি কোম্পানিগুলো।
চলতি বছরের জুলাই থেকে সেপ্টেম্বর মাসে বিপুল পরিমাণ মুনাফার কথা জানিয়েছে বিপি। এই সময়ে ৮২০ কোটি ডলারেরও বেশি পরিমাণ মুনাফা করেছে তারা। অথচ ইউক্রেনের যুদ্ধ শুরুর আগে গত বছরের একই সময়ে তারা মুনাফা করেছিল এর প্রায় অর্ধেক।
ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই সারা বিশ্বে বাড়তে শুরু করে তেল গ্যাসসহ সব ধরনের জ্বালানির দাম। এর ফলে বিপুল পরিমাণ মুনাফা হয় বিপিসহ পশ্চিমা বিশ্বের প্রায় সবগুলো জ্বালানি কোম্পানির। গত সপ্তাহে বিপির মতই ব্যাপক মুনাফার তথ্য জানায় পশ্চিমা জ্বালানি কোম্পানি টোটাল ও এক্সল মবিল।
এদিকে ইউক্রেন যুদ্ধকে পুঁজি করে জ্বালানি কোম্পানিগুলোর এই মুনাফাকেন্দ্রিক প্রবণতায় চরম বিরক্ত খোদ যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা বিশ্বের সরকারগুলো।
গত সোমবার জ্বালানি কোম্পানিগুলোর মুনাফা প্রবণতার কঠোর সমালোচনা করেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি যুদ্ধের সুযোগ নিয়ে এভাবে মুনাফা থেকে বিরত থাকার আহ্বান জানান জ্বালানি কোম্পানিগুলোর প্রতি। এছাড়া কোম্পানিগুলো এ ধরনের তৎপরতা অব্যাহত রাখলে তাদের ওপর কঠোর কর আরোপেরও হুমকি দেন তিনি।
আরও পড়ুন : প্রথম সত্যিকারের বৈশ্বিক জ্বালানি সংকটে বিশ্ব: আইইএর প্রধান
মূলত ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে রাশিয়ার জ্বালানি রফতানির ওপর পশ্চিমা দেশগুলোর অবরোধ আরোপের ফায়দা লুটছে এসব জ্বালানি কোম্পানি। রাতারাতি জ্বালানির দাম বেড়ে যাওয়ায় ব্যাপক মুনাফা হচ্ছে তাদের। আর বর্ধিত এই জ্বালানির মূল্যের ঘানি টানতে হচ্ছে সাধারণ জনগণকে।
ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর যুক্তরাজ্যের পরিবারগুলোর জ্বালানির বিল বেড়েছে দ্বিগুণেরও বেশি। জ্বালানির ব্যয় বেড়ে যাওয়ায় দেশগুলোতে দেখা দিয়েছে তীব্র মূল্যস্ফীতি।
এ পরিস্থিতিতে জ্বালানি কোম্পানিগুলোর প্রতি তেল ও গ্যাসের উৎপাদন বাড়ানোর আহ্বান জানাচ্ছে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা বিভিন্ন দেশের সরকার। এতে জ্বালানির দামে কিছুটা সাশ্রয় হবে বলে আশা তাদের।
]]>




