বাংলাদেশ

ইউরোপের সর্ববৃহৎ বিরল মৃত্তিকা ধাতুর খনির সন্ধান মিলল সুইডেনে

<![CDATA[

ইউরোপের সবচেয়ে বড় বিরল মৃত্তিকা ধাতুর খনি সন্ধান পাওয়া গেছে সুইডেনে। মোবাইল ফোন থেকে শুরু করে ক্ষেপণাস্ত্রে পর্যন্ত এসব ধাতু ব্যবহৃত হয়। সুইডেনের একজন মন্ত্রীর বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

বর্তমানে ইউরোপের দেশগুলোতে কোনো ধরনের বিরল মৃত্তিকা ধাতুর খনি চালু নেই। মহাদেশটির বিরল মৃত্তিকা ধাতুর সিংহভাগই পূর্ণ করে চীন। ২০২১ সালেও ইউরোপের প্রয়োজনীয় বিরল মৃত্তিকা ধাতুর ৯৮ শতাংশই সরবরাহ করেছে চীন। বিশ্লেষকরা বলছেন, এ ধরনের খনির আবিস্কার ইউরোপকে চীনের ওপর নির্ভরশীলতা কমাতে সাহায্য করবে। 

বিবিসির প্রতিবেদন অনুসারে, সুইডেনে পাওয়া খনিটিতে প্রায় ১০ লাখ টন বিরল মৃত্তিকা ধাতুর মজুত রয়েছে। সাধারণত বিরল মৃত্তিকা ধাতু বলতে এমন কয়েকটি টি ধাতব পদার্থকে বুঝায় যেগুলো পৃথিবীর বুকে খুব একটা পাওয়া যায় না কিন্তু আধুনিক সভ্যতার প্রতিদিনের জন্য খুবই গুরুত্বপূর্ণ।

আরও পড়ুন: জ্বালানি তেল নয়, আগামী বাণিজ্য যুদ্ধ হবে ধাতুর বাজার ঘিরে

কয়কেটি বিরল মৃত্তিকা ধাতু হলো: নিওডিমিয়াম, ল্যান্থানাম, সেরিয়াম, প্রেসোডিমিয়াম, গ্যাডোলিনিয়াম, ইট্রিয়াম, টারবিয়াম, ইরোপিয়াম, সামারিয়াম, প্রমিথিয়াম, ইটারবিয়াম, হোলবিয়াম, এরবিয়াম, ডিসপ্রোসিয়াম, লুটেশিয়াম ও থুলিয়াম। 

খনি আবিস্কারের বিষয়টি নিশ্চিত করে সুইডেনের জ্বালানিমন্ত্রী বৃহস্পতিবার (১২ জানুয়ারি) এবা বুশ বলেছেন, ‘এই আবিস্কার আমাদের অন্য দেশের ওপর নির্ভরশীলতা কমাবে।’ 

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!