ইটভাটায় অবাধে পোড়ানো হচ্ছে কাঠ, ভোগান্তিতে এলাকাবাসী
<![CDATA[
নওগাঁয় ইটভাটায় ব্যাপকহারে পোড়ানো হচ্ছে কাঠ। পাশাপাশি আবাদি জমির মাটি কেটে তৈরি করা হচ্ছে ইট। আর আবাসিক এলাকায় ভাটা গড়ে তোলায় পরিবেশদূষণে ভোগান্তিতে এলাকাবাসী। জেলায় ২০০-এর বেশি ইটভাটা থাকলেও পরিবেশ অধিদফতরের ছাড়পত্র রয়েছে মাত্র ছয়টির। তবে জেলা প্রশাসনের দাবি, পরিবেশ নীতিমালা অমান্যকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।
নওগাঁর মান্দা উপজেলার চারপাশে সবুজ গাছপালা আর বসতবাড়ির মাঝেই গড়ে তোলা হয়েছে ইটভাটা। আর এসব ভাটায় ইট প্রস্তুতে গণহারে পোড়ানো হচ্ছে বিভিন্ন গাছপালা। কোথাও আবাসিক এলাকা আবার কোথাও উর্বর আবাদি জমির মধ্যেই ভাটা গড়ে তোলা হয়েছে জেলাজুড়েই। আবাদি জমির উর্বর মাটি কেটে যেন ইট তৈরির প্রতিযোগিতা চলছে।
পরিবেশ নীতিমালা অনুযায়ী আবাসিক এলাকায় ভাটা গড়ে তোলা ও আবাদি জমির মাটি ব্যবহার নিষিদ্ধ। কিন্তু ভাটা মালিক সমিতির নেতার দাবি, বাধ্য হয়েই ভাটা পরিচালনায় নিয়মের ব্যত্যয় ঘটছে।
আরও পড়ুন: মাদারীপুরে অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিলেন ভ্রাম্যমাণ আদালত
নওগাঁ জেলা প্রশাসক মো. খালিদ মেহেদী হাসান বলেন, আইন অমান্য করে ইটভাটা পরিচালনাকারীদের বিরুদ্ধে নিয়মিত ভ্রাম্যমাণ আদালতের অভিযান চলছে।
কৃষি বিভাগ বলছে, জেলায় আড়াই লাখ হেক্টর আবাদি জমির মধ্যে প্রতি বছর ইটভাটায় প্রায় ৩ হাজার হেক্টর জমি ব্যবহার করা হচ্ছে।
]]>




