বিনোদন

ইতিহাসের সবচেয়ে বড় ধর্মঘটে ব্রিটেনের নার্সরা

<![CDATA[

বেতন বৃদ্ধির দাবিতে ব্রিটেনজুড়ে ধর্মঘটের পালন করছেন হাসপাতালের নার্সরা। সংবাদমাধ্যম বিবিসি জানায়, বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) সকাল ৮টা থেকে ইংল্যান্ড, ওয়েলস এবং নর্দার্ন আয়ারল্যান্ডে এ ধর্মঘট চলছে।

যুক্তরাজ্যে ন্যাশনাল হেলথ সার্ভিসের (এনএইচএস) ইতিহাসে এত বড় ধর্মঘট আর কখনো হয়নি। তবে স্কটল্যান্ডে এখনও নার্সরা ধর্মঘটের কোনো ঘোষণা দেননি।

 

রয়্যাল কলেজ অব নার্সিং জানিয়েছে, দাবি পূরণ না হওয়ায় ধর্মঘটের পথ বেছে নেয়া ছাড়া আর কোনো উপায় ছিল না। মন্ত্রীরা তাদের বেতন বৃদ্ধি নিয়ে আলোচনা শুরু করতে চাননি বলে জানিয়েছেন তারা। 

 

এদিকে ব্রিটিশ সরকার জানিয়ে দিয়েছে, ১৯ শতাংশ বেতন বৃদ্ধির দাবি পূরণ সম্ভব নয়।  ট্রেড ইউনিয়ন আইন অনুযায়ী, নার্সরা গুরুতর অসুস্থ রোগীদের সেবা অব্যাহত রাখা নিশ্চিত করতে হবে সেক্ষেত্রে কেমোথেরাপি এবং কিডনি ডায়লাসিস অব্যাহত থাকবে।

 

আরও পড়ুন: প্রথমবার ধর্মঘটে নামছেন ব্রিটিশ নার্সরা

 

 এ ছাড়া আইসিইউতে থাকা রোগী ও অন্যান্য গুরুতর রোগীদের যত্ন, হাসপাতালের নবজাতক ইউনিটের সেবা নিশ্চিত করা হবে।  এরপরেও বিভিন্ন ধরনের চিকিৎসা এবং বিভিন্ন ক্লিনিকের সেবা ব্যাহত হবে বলে জানিয়েছে বিবিসি। 

 

ধর্মঘটে অংশগ্রহণকারী একজন নার্স বলেন, আমাদের ধর্মঘটে করার কোনো ইচ্ছা নেই। এনএইচএসকে রক্ষা করার জন্য আমরা এই পদক্ষেপ নিয়েছি। সরকার আমাদের কথা শুনছে না। আমাদের আর অন্য কোনো বিকল্প নেই। আলোচনায় অগ্রগতি না হলে ২০ ডিসেম্বর দ্বিতীয় দিনের ধর্মঘটে অংশগ্রহণ করবেন বলে জানিয়েছেন নার্সরা। 
 

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also
Close
Back to top button
error: Content is protected !!