ইনজুরিতে সোহান, প্রথম জয়ের খোঁজে খুলনা
<![CDATA[
অধিনায়কের ইনজুরিতে ব্যাকফুটে রংপুর। খুলনার বিপক্ষে ম্যাচের আগে অনুশীলনে এসেও ফিরে গেছেন নুরুল হাসান সোহান। তবে, অধিনায়ক খেলুক বা না খেলুক, খুলনাকে হারাতে বদ্ধ পরিকর রাইডার্স শিবির। অন্যদিকে বিপিএলের নবম আসরে প্রথম জয়ের খোঁজে হন্যে হয়ে আছে ইয়াসিরের দল। ঘরের মাঠে জ্বলে উঠার অপেক্ষায় লোকাল বয় তামিম ইকবাল।
ম্যাচের আগের দিন সোমবার (১৬ জানুয়ারি) অনুশীলন করার রীতি থাকলেও এবারের বিপিএলের টানা সূচিতে বেশিরভাগ দলই মাঠমুখী হচ্ছে কম। বরং রিকভারি সেশনেই সময় কাটছে বেশি। কিন্তু এ একটা জায়গায় একেবারেই আলাদা রংপুর। নিয়ম করে অনুশীলনে হাজির তাদের পুরো স্কোয়াড।
সঙ্গে ছিলেন পাকিস্তান থেকে উড়ে আসা মোহাম্মদ নেওয়াজও। তবে, এদিন দেখা যায়নি হারিস রউফকে। কিন্তু, রাইডারদের অনুশীলনে সবার মনোযোগ আটকে যায় আউটার গ্রাউন্ডের আরেক পাশে। যেখানে একা একা বসে ছিলেন নুরুল হাসান সোহান। পরে উঠে দাঁড়ালেও অস্বস্তিটা ছিল পরিস্কার। কোমরে আর পিঠে একগাদা ট্যাপিং নিয়েও চেয়েছিলেন ব্যাট করতে। কিন্তু ক্রিকেট বিধাতা তার সঙ্গ দেয়নি। যার কারণে সাইড স্ট্রেইনের পেইন নিয়ে হোটেলে ফিরে যেতে হয় দলের আগেই।
আরও পড়ুন: বিপিএলে প্রথম জয় পেল কুমিল্লা
ম্যাচের আগে এ ঘটনা অনেকটাই হতাশ করে দিয়েছে পুরো শিবিরকে। যদিও সেটা মানতে চাননি সাংবাদিকদের সঙ্গে কথা বলতে আসা রাকিবুল হাসান।
সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে এ স্পিনার বলেন, ‘উনি (সোহান) এখনো পর্যবেক্ষণে আছেন। আমরা সঠিকটা জানি না। ম্যাচের আগে বলা যাচ্ছে না। না খেললে হয়তো পরিকল্পনা একটু এদিক ওদিক হতে পারে।’
বিদেশিদের আসা যাওয়ায় দলে পরিবর্তন হয়েছে কয়েক দফায়। তাই এখনো একটা সঠিক কম্বিনেশন প্রস্তুত করতে পারেননি সোহেল-রফিক-তারেকরা। যদিও রাকিবুলের দাবি, এটা কোনো সমস্যাই নয় আধুনিক ক্রিকেটে।
রাকিবুল বলেন, ‘বিদেশি যারা আছেন, তাদেরকে নিয়ে আমাদের দলটা আগের চেয়ে আরও অনেক ভারসাম্য হয়েছে। আশা করি মাঠের খেলায় আমাদের আরও উন্নতি হবে।’
আরও পড়ুন: যাদের সঙ্গে খেলেছি, মাশরাফী অন্যতম সেরা: ইমাদ
রংপুর মাঠে এসে ঘাম ঝরালেও ম্যাচের আগের দিন বিশ্রামেই কাটিয়েছেন খুলনার বেশিরভাগ ক্রিকেটার।
]]>




