‘ইন্দুবালা ভাতের হোটেল’ নিয়ে শুভশ্রী
<![CDATA[
যখন গ্ল্যামার আর জাঁকজমক নিয়ে ব্যস্ত শোবিজ অঙ্গনের অভিনেত্রীরা, তখন এ ধারা ভেঙে বের হওয়ার এক দারুণ প্রয়াস শুভশ্রী গাঙ্গুলীর। মাত্র ৩১ বছর বয়সে বৃদ্ধা চরিত্রে আসতে চলেছেন অভিনেত্রী।
পাকা চুল, চোখে মোটা ফ্রেমের চশমা, ঝুলে গেছে মুখের চামড়াও–এমনই অদেখা লুকে হাজির হয়েছেন শুভশ্রী গাঙ্গুলী। নতুন ছবি ‘ইন্দুবালা ভাতের হোটেল’-এর প্রথম লুকেই নেটমাধ্যম কাঁপিয়ে দিয়েছেন রাজপত্নী।
আরও পড়ুন: শ্রাবন্তীর সঙ্গে বিচ্ছেদের পর কেমন আছেন রাজীব!
কল্লোল লাহিড়ীর উপন্যাস ‘ইন্দুবালা ভাতের হোটেল’ অবলম্বনে ওয়েব সিরিজ নির্মাণ করেছেন দেবালয় ভট্টাচার্য। এর মাধ্যমেই ওটিটিতে অভিষেক হতে যাচ্ছে ‘পরিণীতা’ অভিনেত্রীর।
একটি সাক্ষাৎকারে পরিচালক জানান, এরই মধ্যে ‘ইন্দুবালা’ হয়ে উঠতে সোহিনী সেনগুপ্তের কাছে মহড়া নিচ্ছেন শুভশ্রী। পর্দায় ওর (শুভশ্রী) ১৬ থেকে ৭৫ বছর বয়স দেখানো হবে। ১৬ বছরের ইন্দু হবেন পারিজাত চৌধুরী। ২৫ থেকে ৭৫ পর্যন্ত শুভশ্রী স্বমহিমায়। পর্দায় দুই সন্তানের বিধবা মা। পূর্ববঙ্গের মেয়ে পরে পশ্চিমবঙ্গের বাসিন্দা। সংসার, সন্তানপালনের জন্যই ভাতের হোটেল খুলবে।
আরও পড়ুন: জিৎকে নিয়ে যা বললেন দেব
আট পর্বের এই সিরিজের বেশির ভাগ শুটিং হয়েছে কলকাতায়। আলোচিত ওটিটি প্ল্যাটফর্ম হইচই-এ মুক্তি পাবে ‘ইন্দুবালা ভাতের হোটেল’। সিরিজে শুভশ্রীর পাশাপাশি অভিনয় করেছেন পরমব্রত চট্টোপাধ্যায়, সোহম চক্রবর্তীসহ অনেকে।
]]>