ইমরান খানের ওপর আরও একটি হামলার আশঙ্কা
<![CDATA[
পাকিস্তানের সাবেক ইমরানের ওপর আরও একটি হামলার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছেন ইসলামাবাদ হাইকোর্টের প্রধান বিচারপতি আমের ফারুক।
পাকিস্তানের সংবাদমাধ্যম ডন জানায়, শুক্রবার (১৮ নভেম্বর) ইমরানের দল পিটিআইয়ের প্রতিবাদে সড়ক বন্ধের বিষয়ে ব্যবসায়ীদের করা আবেদনের শুনানিকালে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ মন্তব্য করেন আমের ফারুক।
এর আগে বিচারপতি ফারুক ইসলামাবাদে ব্যবসায়ী এবং জনগণের ক্ষতি না করে কীভাবে পিটিআই ঝামেলামুক্তভাবে বিক্ষোভ করতে পারে, তার পরিকল্পনা করার জন্যে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন।
শুনানির সময় গোয়েন্দা প্রতিবেদনের উদ্ধৃতি দিয়ে আমের ফারুক বলেন, ইমরানের ওপর আরেকটি হামলার আশঙ্কা রয়েছে। বিষয়টি দেখার দায়িত্ব সরকারের।
এছাড়া পিটিআইকে রাজধানীতে সমাবেশ-বিক্ষোভের অনুমতি চেয়ে ইসলামাবাদ প্রশাসনের কাছে একটি নতুন আবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়ে আমের ফারুক বলেন, সমাবেশ এবং বিক্ষোভ করার জন্যে জায়গা বরাদ্দ দেয়া আদালতের কাজ নয়।
আরও পড়ুন: জিও নিউজের ওপর ক্ষুব্ধ ইমরান খান, করবেন মামলা
প্রতিবাদ করা প্রতিটি রাজনৈতিক ও অরাজনৈতিক দলের গণতান্ত্রিক অধিকার, তবে সাধারণ নাগরিকের অধিকার সমুন্নত রাখাও গুরুত্বপূর্ণ। এমনকি ইংল্যান্ডেও মানুষ ১০ ডাউনিং স্ট্রিটে জড়ো হয়। কিন্তু তারা প্রতিবাদ করে, রাস্তা অবরোধ করে না।
তিনি আরও জানান, পিটিআই যদি সমাবেশ-বিক্ষোভ করতে চায়, তবে প্রশাসনের কাছে একটি নতুন আবেদন জমা দিতে হবে। অনুমতি পেলে পিটিআইয়ের প্রতি নাগরিকদের অধিকার সমুন্নত রাখার আহবান জানান আমের ফারুক।
]]>