ইয়াং টাইগ্রেসদের অনুপ্রেরণা আকবরদের বিশ্বজয়!
<![CDATA[
প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাওয়া নারী অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ইতিহাস গড়ার স্বপ্ন ইয়াং টাইগ্রেসদের৷ অনুপ্রেরণা খুঁজছেন আকবরদের কীর্তি থেকে৷ দল নিয়েও সন্তুষ্টি ঝরলো অধিনায়ক দিশার কণ্ঠে৷ জানান গ্রুপ অব ডেথে থাকলেও কঠিন প্রতিপক্ষ নয় বরং নিজেদের পারফম্যান্সেই মনোযোগী তার দল৷
ছোট চোখে বড় বড় স্বপ্ন৷ কলিগুলো ফুল হয়ে ফোঁটার অপেক্ষা৷ মিশন বিশ্বকাপ৷ প্রথমবারের মতো অনূর্ধ্ব-১৯ ক্যাটাগরিতে যা অনুষ্ঠিত হবে দক্ষিণ আফ্রিকায়৷ সেই দক্ষিণ আফ্রিকা যেখানে ২০২০ সালে ভারতকে হারিয়ে আকবরের নেতৃত্বে ইতিহাস গড়েছিল ইয়াং টাইগাররা৷ টাইগ্রেসরাও অনুপ্রেরণা খুঁজছেন সেখানেই৷
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দলের অধিনায়ক দিশা বিশ্বাস বলেন, ‘ভাইয়ারা (বিশ্বকাপজয়ী অনূর্ধ্ব ১৯ দল) যেভাবে সফল হয়েছে, আমাদেরও ওভাবেই পরিকল্পনা করা হচ্ছে। তারা যেহেতু সফল হতে পেরেছে, তার মানে আমরাও পারবো। ওভারঅল সবকিছুই আমাদের শক্তির জায়গা। বলছি না যে, ও রকম হয়ে বা ও রকম হবে, তবে আশা করছি ভালো কিছু হবে। বলছি না যে, চ্যাম্পিয়ন হয়ে যাব, তবে সবাই মিলে চেষ্টা করব ভালো করার।’
আরও পড়ুন:দিশা বিশ্বাসকে অধিনায়ক করে বিশ্বকাপের জন্য বাংলাদেশের দল ঘোষণা
এ গ্রুপে যুক্তরাষ্ট্র ছাড়াও বাংলাদেশের বাকি দুই প্রতিপক্ষ শ্রীলঙ্কা আর অস্ট্রেলিয়া৷ তবে ওসব নিয়ে ভাবেন না অধিনায়ক৷ মাগুরার মেয়ে, কথাও তার সাকিবের মতো সোজাসেপ্টা৷ বলীয়ান নিজেদের আত্মবিশ্বাসে৷
দিশা বলেন, ‘সাকিব ভাইয়া একজন বিশ্বসেরা খেলোয়াড়, আমাদেরও স্বপ্ন ওনার মতো হওয়ার। জানি না কতটুকু কী করতে পারব তবে, স্বপ্ন তো থাকেই। আমি কাউকে বড় বা ছোট করে দেখছি না, যে মাঠে ভালো খেলবে সেও জিতবে। অস্ট্রেলিয়া নামেও বড়, খেলেও ভালো। কিন্তু আমার টিমের সবাই যদি পারফর্ম করে তবে আমার বিশ্বাস আমরা অস্ট্রেলিয়া কেন, সব টিমকেই হারাতে পারব।’
১৪ জানুয়ারি ইয়াং টাইগ্রেসদের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া৷ এরপর ১৬ জানুয়ারি শ্রীলঙ্কা আর ১৮ জানুয়ারি যুক্তরাষ্ট্রের বিপক্ষে ম্যাচ৷
]]>



