ইয়াং টাইগ্রেসদের কাছ থেকে অনুপ্রেরণা খুঁজছে সালমারা
<![CDATA[
বিশ্বকাপে অনূর্ধ্ব-১৯ নারী দলের পারফরম্যান্সের ইতিবাচক প্রভাব পড়বে দেশের নারী ক্রিকেটে। মনে করেন, বাংলাদেশ নারী ক্রিকেটের নির্বাচক মঞ্জুরুল ইসলাম। যত বেশি খেলা হবে, তত বেশি ক্রিকেটারদের মধ্যে পেশাদারত্ব আসবে বলে মত তার। এদিকে, দিশা বিশ্বাসদের ইতিবাচক পারফরম্যান্সে সিনিয়র ক্রিকেটাররা উদ্বুদ্ধ হবে বলে মনে করেন মঞ্জুরুল ইসলাম।
দক্ষিণ আফ্রিকার মাটিতে বিশ্বকাপের মঞ্চে ঝড় তুলছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল। যে দলে আছে অনূর্ধ্ব-১৭-র প্রায় ৬ থেকে ৭ জন ক্রিকেটার। পুরো বাংলাদেশ থেকে ট্যালেন্ট হান্টের মাধ্যমে সেরা ক্রিকেটারদের নিয়ে গড়া হয়েছিল অনূর্ধ্ব-১৭ দলটা। কোভিডের কারণে তখন অনূর্ধ্ব-১৭ দল নিয়ে তেমন কোনো কার্যক্রম না থাকলেও সেখান থেকে উঠে আসা দিশা, স্বর্ণারাই এখন নিজেদের প্রমাণ করছেন বিশ্বমঞ্চে।
আরও পড়ুন: গ্রুপ পর্বের শেষ ম্যাচে বুধবার মাঠে নামছে বাংলাদেশ
বাংলাদেশ নারী ক্রিকেট দলের নির্বাচক মঞ্জুরুল ইসলাম বলেন, অনূর্ধ্ব-১৯ দলে এখন ছয় থেকে সাত খেলোয়াড় আছে অনূর্ধ্ব-১৭-র। আমরা পুরো দেশের ৬৪ জেলা থেকে ট্যালেন্ট হান্ট থেকে বেছে নিয়েছি। সেখান থেকে সেরা কিছু খেলোয়াড়দের আমরা অনূর্ধ্ব-১৯ দলে নিয়েছি।’
অস্ট্রেলিয়া এবং শ্রীলঙ্কার মতো দলকে হারিয়ে বিশ্বকাপ জয়ের স্বপ্ন বোনা অনূর্ধ্ব-১৯ দল নিয়ে আশাবাদী নারী দলের এই নির্বাচক। জানান, বিশ্বকাপে ইয়াং টাইগ্রেসদের এমন পারফরম্যান্স ইতিবাচক প্রভাব ফেলবে দেশের নারী ক্রিকেটে। পাশাপাশি যত বেশি ক্রিকেট খেলা হবে, তত বেশি ক্রিকেটারদের মধ্যে পেশাদারত্ব আসবে বলে মনে করেন তিনি।
মঞ্জুরুল ইসলাম বলেন, ‘ছেলে কিংবা নারী যাই বলেন, যত বেশি খেলা হবে ততবেশি অভিজ্ঞতা বাড়বে খেলোয়াড়দের মাঝে। অনূর্ধ্ব-১৯ দল যেভাবে ক্রিকেট খেলছে, তা নারী ক্রিকেটের জন্য একটা ইতিবাচক দিক।’
এই দক্ষিণ আফ্রিকার মাটিতেই কদিন পর বিশ্বকাপে খেলবে জাহানারা, সালমারা। অনূর্ধ্ব-১৯ দলের এমন পারফরম্যান্স বিশ্বকাপের আগে চাপ নয়, বরং সিনিয়রদের জন্য অনুপ্রেরণা হিসেবে কাজে দেবে বলে মনে করেন মঞ্জুরুল ইসলাম।
বাংলাদেশ নারী ক্রিকেট দলের নির্বাচক বলেন, ‘ওই কন্ডিশনে প্রতিপক্ষের সঙ্গে কিভাবে খেলতে হবে তা সিনিয়র দল বুঝতে পারছে। আর তা সিনিয়র দলের জন্য একটা ইতিবাচক দিক।’
আরও পড়ুন: ছোটবেলা থেকেই পাওয়ার হিটিং খেলতে ভালো লাগতো: প্রত্যাশা
দিলারা, প্রত্যাশাদের মতো জ্যোতি, সালমারাও দক্ষিণ আফ্রিকায় ভালো করবে বলে আশা নারী দলের নির্বাচকের।
]]>




